০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা প্রশ্নে গণভোট করতে পারবে না স্কটল্যান্ড

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 37

পুবের কলম ওয়েব ডেস্কঃ ব্রিটিশ সরকারের সম্মতি ছাড়া স্কটল্যান্ডের সরকার স্বাধীনতার প্রশ্নে গণভোট করতে পারবে না বলে বুধবার রায় দিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। এই রায়ের পরপরই স্কটিশ বিক্ষোভকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তীব্র শীত উপেক্ষা করে বুধবার সন্ধ্যা থেকে শত শত বিক্ষোভকারী ব্রিটিশ রাজার সরকারি বাসভবন হলিরুড হাউসের সামনে জড়ো হয়েছেন। বিক্ষোভকারীরা তাঁদের মাথায় স্কটল্যান্ডের পতাকা বেঁধে রাজতন্ত্র-বিরোধী প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছেন। প্ল্যাকার্ডে লিখেছেন, ‘আমাদের ঔপনিবেশিক অবস্থা নিশ্চিত করা হয়েছে, এটি গর্ধবদের আইন।’ জুলিয়া স্ট্রিল নামের ৫২ বছর বয়সী এক ব্যক্তি বলেন, ‘আদালতের এ রায়টি স্বাধীনতা আন্দোলনকে উসকে দেবে। ওয়েস্টমিনস্টার আশা করেছিল যে সুপ্রিম কোর্ট নিরপেক্ষ হবে। সন্দেহ নেই, এ রায় স্কটিশ জনগণের স্বাধীনতার গণতান্ত্রিক অধিকারকে স্পষ্টভাবে বাধা দেবে।’ বুধবার ব্রিটেনের সুপ্রিম কোর্টের বিচারকরা বলেন, ব্রিটেন থেকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্কটিশ সরকার একপাক্ষিকভাবে গণভোট আয়োজন করতে পারবে না। এর আগে স্কটল্যান্ডের স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা ও ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন ২০২৩ সালের ১৯ অক্টোবর গণভোট আয়োজন করার আগ্রহের কথা জানান। কিন্তু ব্রিটিশ সরকার এ গণভোটের আনুষ্ঠানিক অনুমোদন দিতে অস্বীকার করেছে। আদালতের রায়ে বলা হয়, ‘আইনসম্মতভাবে অনুষ্ঠিত গণভোট ব্রিটিশ ইউনিয়ন ও ব্রিটেনের পার্লামেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব রাখবে।’ সর্বোচ্চ আদালতের এ রায় মেনে নিয়েছেন এসএনপি নেতা স্টার্জন।

আরও পড়ুন: স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হতে পারেন হামজা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাধীনতা প্রশ্নে গণভোট করতে পারবে না স্কটল্যান্ড

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ব্রিটিশ সরকারের সম্মতি ছাড়া স্কটল্যান্ডের সরকার স্বাধীনতার প্রশ্নে গণভোট করতে পারবে না বলে বুধবার রায় দিয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট। এই রায়ের পরপরই স্কটিশ বিক্ষোভকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তীব্র শীত উপেক্ষা করে বুধবার সন্ধ্যা থেকে শত শত বিক্ষোভকারী ব্রিটিশ রাজার সরকারি বাসভবন হলিরুড হাউসের সামনে জড়ো হয়েছেন। বিক্ষোভকারীরা তাঁদের মাথায় স্কটল্যান্ডের পতাকা বেঁধে রাজতন্ত্র-বিরোধী প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছেন। প্ল্যাকার্ডে লিখেছেন, ‘আমাদের ঔপনিবেশিক অবস্থা নিশ্চিত করা হয়েছে, এটি গর্ধবদের আইন।’ জুলিয়া স্ট্রিল নামের ৫২ বছর বয়সী এক ব্যক্তি বলেন, ‘আদালতের এ রায়টি স্বাধীনতা আন্দোলনকে উসকে দেবে। ওয়েস্টমিনস্টার আশা করেছিল যে সুপ্রিম কোর্ট নিরপেক্ষ হবে। সন্দেহ নেই, এ রায় স্কটিশ জনগণের স্বাধীনতার গণতান্ত্রিক অধিকারকে স্পষ্টভাবে বাধা দেবে।’ বুধবার ব্রিটেনের সুপ্রিম কোর্টের বিচারকরা বলেন, ব্রিটেন থেকে বেরিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্কটিশ সরকার একপাক্ষিকভাবে গণভোট আয়োজন করতে পারবে না। এর আগে স্কটল্যান্ডের স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা ও ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন ২০২৩ সালের ১৯ অক্টোবর গণভোট আয়োজন করার আগ্রহের কথা জানান। কিন্তু ব্রিটিশ সরকার এ গণভোটের আনুষ্ঠানিক অনুমোদন দিতে অস্বীকার করেছে। আদালতের রায়ে বলা হয়, ‘আইনসম্মতভাবে অনুষ্ঠিত গণভোট ব্রিটিশ ইউনিয়ন ও ব্রিটেনের পার্লামেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রভাব রাখবে।’ সর্বোচ্চ আদালতের এ রায় মেনে নিয়েছেন এসএনপি নেতা স্টার্জন।

আরও পড়ুন: স্কটল্যান্ডের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হতে পারেন হামজা