নতুন তিনটি এসি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল শিয়ালদা ডিভিশন

- আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 124
পুবের কলম ওয়েবডেস্ক : পূজোর আগে বড় চমক, অল্প কিছুদিনের মধ্যে আরও ৩টি এসি লোকাল ট্রেন চালাবে শিয়ালদা ডিভিশন। শিয়ালদহ থেকে বনগা হয়ে রানাঘাট পৌঁছাবে এসি লোকাল। সকালের রানাঘাট থেকে ০৭:১১ ঘন্টায়, বনগাঁ থেকে ০৭:৫২ ঘন্টায় এবং শিয়ালদহে ০৯:৩৭ ঘন্টায় পৌঁছাবে। সন্ধ্যায় শিয়ালদহ থেকে ১৮:১৪ ঘন্টায়, বনগাঁয় ২০:০৪ ঘন্টায় পৌঁছাবে ও রানাঘাটে ২০:৪১ ঘন্টায় পৌঁছোবে।
শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসি লোকাল শিয়ালদহ প্রস্থান ০৯:৪৮ ঘন্টা কৃষ্ণনগর পৌঁছাবে ১২:০৭ ঘন্টা। ডাউন কৃষ্ণনগর প্রস্থান করবে ১৩:৩০ ঘন্টায় ও শিয়ালদহ পৌঁছোবে ১৫:৪০ ঘন্টায়।এই করিডোরের উপর নির্ভরশীল যাত্রীদের, বিশেষ করে নিকটবর্তী মায়াপুর ইসকন মন্দির থেকে আগত তীর্থযাত্রীদের এবং কল্যাণী এইমস হাসপাতালে গমনকারী যাত্রীদের উভয়কেই পরিষেবা দেবে।
আরও ইএমইউ পরিষেবা চালু করা হবে। বিধান নগর-কল্যাণী যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের জন্য সন্ধ্যার ব্যস্ত সময়ে ০২টি নতুন ইএমইউ পরিষেবা প্রস্তাব করা হয়েছে। বিধান নগর থেকে ছাড়বে ০৭:২৮ ঘন্টায় ও কল্যাণী ০৮:৩৬ ঘন্টায় পৌঁছোবে।
কল্যাণী থেকে ০৮:৫২ ঘন্টায় ছাড়বে ও শিয়ালদহ পৌঁছোবে ১০:১৯ ঘন্টায়। বারাসাত-হাসনাবাদ বিভাগে ১ জোড়া ইএমইউ পরিষেবার প্রস্তাব করা হয়েছে। বারাসত থেকে ছাড়বে ১২:১৫ ঘন্টায় ও হাসনাবাদ পৌঁছোবে ০১:৩৮ ঘন্টায়। আর হাসনাবাদ থেকে ছাড়বে ০১:৫৫ ঘন্টায় ও বারাসত পৌঁছোবে ০৩:২৫ ঘন্টায়।