০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আমাজনের সবচেয়ে লম্বা গাছের সন্ধান!

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ অক্টোবর ২০২২, শনিবার
  • / 76

পুবের কলম ওয়েব ডেস্ক: ৩ বছরের পরিকল্পনা, ৫টি অভিযান এবং ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ২ সপ্তাহ যাওয়ার পর অবশেষে আমাজন বনের সবচেয়ে উঁচু গাছটির খোঁজ মিলল। লম্বায় গাছটি ২৫ তলা ভবনের সমান।

গাছটিকে অ্যাঞ্জেলিম ভারমেলহো নাম দেওয়া হয়েছে। বৈজ্ঞানিক নাম ডিনিজিয়া এক্সেলসা। গাছটি লম্বায় ২৯০ ফুট উঁচু। বিজ্ঞানীরা বলছেন; আমাজনের সবচেয়ে উঁচু গাছ এটিই।

আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ দাবি বাঘেলের

একটি প্রকল্পের কাজের সময় ২০১৯ সালে স্যাটেলাইট চিত্রের ম্যামে প্রথম এই গাছটির সন্ধান পান গবেষকরা। গবেষক; পরিবেশবিদ এবং স্থানীয় গাইডদের একটি দল ওই বছরই গাছটির কাছে যাওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন: সুড়ঙ্গে এখনও আটকে ৮জন, উদ্ধারের কাজে বিকল্প পথের খোঁজ

প্রতিকূল পরিস্থিতিতে ১০ দিনের কঠিন অভিযানের পর ওই দলের এক সদস্য অসুস্থ হয়ে যাওয়ার পর তাদের ফিরতে হয়। একই ধরনের আরও ৩টি অভিযানে গবেষকরা আরও ৩টি বিশাল গাছের কাছে পৌঁছলেও অ্যাঞ্জেলিম ভারমেলহো অরাই থেকে যাচ্ছিল।

আরও পড়ুন: চাকরি খেলো এআই, অ্যামাজন ছাঁটাই করছে কয়েকশো কর্মীকে

তবে শেষপর্যন্ত সেপ্টেম্বরের ১২ থেকে ২৫ তারিখে চালানো অভিযানে সফল হন তারা। এ অভিযানের অংশ হিসাবে গবেষকদের ২৫০ কিলোমিটার পথ নৌকায় যেতে হয়েছে; হাঁটতে হয়েছে আরও ২০ কিলোমিটার পাহাড়ি পথ। অভিযান পরিচালক সিলভা বলছেন; ‘আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিসগুলোর একটি ছিল গাছটি। আপনি এই জঙ্গলের এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে এর আগে কেউ পা রাখেনি। এ অনুভূতি প্রকাশ করা যায় না।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমাজনের সবচেয়ে লম্বা গাছের সন্ধান!

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ৩ বছরের পরিকল্পনা, ৫টি অভিযান এবং ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ২ সপ্তাহ যাওয়ার পর অবশেষে আমাজন বনের সবচেয়ে উঁচু গাছটির খোঁজ মিলল। লম্বায় গাছটি ২৫ তলা ভবনের সমান।

গাছটিকে অ্যাঞ্জেলিম ভারমেলহো নাম দেওয়া হয়েছে। বৈজ্ঞানিক নাম ডিনিজিয়া এক্সেলসা। গাছটি লম্বায় ২৯০ ফুট উঁচু। বিজ্ঞানীরা বলছেন; আমাজনের সবচেয়ে উঁচু গাছ এটিই।

আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ দাবি বাঘেলের

একটি প্রকল্পের কাজের সময় ২০১৯ সালে স্যাটেলাইট চিত্রের ম্যামে প্রথম এই গাছটির সন্ধান পান গবেষকরা। গবেষক; পরিবেশবিদ এবং স্থানীয় গাইডদের একটি দল ওই বছরই গাছটির কাছে যাওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন: সুড়ঙ্গে এখনও আটকে ৮জন, উদ্ধারের কাজে বিকল্প পথের খোঁজ

প্রতিকূল পরিস্থিতিতে ১০ দিনের কঠিন অভিযানের পর ওই দলের এক সদস্য অসুস্থ হয়ে যাওয়ার পর তাদের ফিরতে হয়। একই ধরনের আরও ৩টি অভিযানে গবেষকরা আরও ৩টি বিশাল গাছের কাছে পৌঁছলেও অ্যাঞ্জেলিম ভারমেলহো অরাই থেকে যাচ্ছিল।

আরও পড়ুন: চাকরি খেলো এআই, অ্যামাজন ছাঁটাই করছে কয়েকশো কর্মীকে

তবে শেষপর্যন্ত সেপ্টেম্বরের ১২ থেকে ২৫ তারিখে চালানো অভিযানে সফল হন তারা। এ অভিযানের অংশ হিসাবে গবেষকদের ২৫০ কিলোমিটার পথ নৌকায় যেতে হয়েছে; হাঁটতে হয়েছে আরও ২০ কিলোমিটার পাহাড়ি পথ। অভিযান পরিচালক সিলভা বলছেন; ‘আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিসগুলোর একটি ছিল গাছটি। আপনি এই জঙ্গলের এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে এর আগে কেউ পা রাখেনি। এ অনুভূতি প্রকাশ করা যায় না।’