আইআইএম জোকা কাণ্ডে সিট গঠন
- আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার
- / 198
পুবের কলম,ওয়েবডেস্ক: আইআইএম জোকা ধর্ষণ কাণ্ডে ৯ সদস্যের সিট গঠন রাজ্যে প্রশাসনের। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দলটি। তারাই নির্যাতিতার সঙ্গে কথা বলবে বলে জানা গেছে। যদিও নির্যাতিতার বাবার দাবি, কোনও ধর্ষণ হয়নি। তাদের মেয়ে সুস্থ রয়েছেন। পুলিশ জোরপূর্বক ধর্ষণের অভিযোগ দায়ের করতে বলেন।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। খুব শীঘ্রই একটা সমাধান বার করা যাবে। তবে তদন্তকারীদের সামনে এখন অনেক প্রশ্ন রয়েছে। ১. শুক্রবার রাতে ওই তরুণী হস্টেলে ঢুকলেন কী করে? ২. ঢুকলেও রেজিস্টারে সই করানো কেন হয়নি! সেক্ষেত্রে কার নির্দেশে সই করেননি নির্যাতিতা? ঘটনাস্থলে যাবেন অফিসাররা। কথা বলবেন নির্যাতিতার সঙ্গেও। পুলিশের রিপোর্টের সঙ্গে নির্যাতিতার বাবার বয়ানের কোনও মিল পাওয়া যাচ্ছে না। বাবার দাবি, তাঁর মেয়েই তাঁকে জানিয়েছেন যে ধর্ষণের কোনও ঘটনাই ঘটেনি। কোনও অত্যাচার হয়নি অথবা কেউ মেয়ের সঙ্গে খারাপ ব্যবহারও করেনি।
শুক্রবারের এই ঘটনায় পুলিশ রাতের মধ্যেই প্রেমানন্দ মহাবীর টোপ্পান্নাভার ওরফে প্রেমানন্দ জৈন নামে ছাব্বিশ বছরের অভিযুক্তকে গ্রেফতার করেছে। শনিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক আগামী ১৯ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
















































