সীমান্ত রক্ষায় অবিচল নিরাপত্তা বাহিনী: অমিত শাহ

- আপডেট : ২৩ মে ২০২৫, শুক্রবার
- / 114
পুবের কলম, ওয়েবডেস্ক: বিএসএফকে সার্টিফিকেট দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার ছিল বিএসএফের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসে মঞ্চে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, বছরের পর বছর সীমান্তে ঢালের মতো দাঁড়িয়ে থেকে বিএসএফ প্রমাণ করেছে যে তারা বিশ্বের সেরা সীমা সুরক্ষা বল।
শাহ বলেন, “যখন ঠিক হল আধাসেনার উপর সীমান্ত সুরক্ষার দায়িত্ব যাবে, তখন সবচেয়ে কঠিন দুই সীমান্তরক্ষার দায়িত্ব গিয়েছিল বিএসএফের উপর। একটা পাকিস্তান, অপরটা বাংলাদেশ। আর এই কঠিন দুই সীমান্ত নিজেদের যোগ্যতায় দারুণভাবে রক্ষা করেছে বিএসএফ।” শাহের বক্তব্য, শুধু সীমা সুরক্ষা নয়, দেশের অন্দরের বিভিন্নরকম বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ সামলাতেও ঝাঁপিয়ে পড়ে সীমান্তরক্ষা বাহিনী। তাতেই বিএসএফের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়।
শুক্রবার অপারেশন সিঁদুরেরও ভূয়সী প্রশংসা করেন শাহ। তাঁর দাবি, কেন্দ্রের বিজেপি সরকারই পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০১৪ সালের আগে ভারত যোগ্য জবাব দিত না। কিন্তু ২০১৪ সালের পর নরেন্দ্র মোদি ক্ষমতায় এসে পরিস্থিতি বদলায়। মোদির ইচ্ছাশক্তির জোরেই আজ যোগ্য জবাব দেওয়া শুরু করেছে ভারত।” স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, “২০১৪ সালের পর উরিতে আমাদের সেনাকে নিশানা করে আক্রমণ করা হয়েছিল, আমরা ওদের মাটিতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছি। পুলওয়ামা হামলার পর আমরা বালাকোট এয়ারস্ট্রাইক করেছি। এবার অপারেশন সিঁদুর আমরা পাকিস্তানে ঢুকে জঙ্গি গুঁড়িয়ে দিয়েছি।”
Addressing the Border Security Force Investiture Ceremony and the Rustamji Memorial Lecture. https://t.co/4JmekFlqPH
— Amit Shah (@AmitShah) May 23, 2025