১৮ জুলাই ২০২৫, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মহরমের শোভাযাত্রা ঘিরে নিরাপত্তায় জোর, পথে থাকবে বাড়তি পুলিশ

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
  • / 56

পুবের কলম ওয়েবডেস্ক: শনি ও রবিবার পরপর দু’দিন ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। ফলে কলকাতার রাস্তায় যানজটের সম্ভবনা। ফলে শহরের ট্রাফিক ব্যবস্থায় বিশেষ নজর দিচ্ছে লালবাজার। উল্টো রথ উপলক্ষ্যে শহরের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা বের হয়। ফলে শহরের বেশ কিছু রাস্তায় সাময়িক ভাবে ট্র্যাফিকের গতি শ্লথ হয়, যানজটও দেখা দেয়। শুক্রবার লালবাজারের তরফে জানানো হয়, শহরের পথে পর্যাপ্ত পুলিশ থাকবে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ দিন অতিরিক্ত দু’হাজার পুলিশকর্মী বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে। শুধু ট্র্যাফিক নিয়ন্ত্রণ নয় , শহরের নিরাপত্তার বিষয়টিতেও বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান পুলিশকর্তারা। আজ রবিবার মহরমের দিন শহরের বিভিন্ন রাস্তায় তাজিয়া-সহ শোভাযাত্রা বের হবে। ফলে যানজটের আশঙ্কা থাকছে। যদিও রবিবার ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা থাকবে।

তবে নিরাপত্তার কারণে মহরমের দিন আড়াই হাজার অতিরিক্ত পুলিশকর্মী রাস্তায় থাকবেন। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা নোটিফিকেশনের মাধ্যমে থানাগুলিকে তাদের দায়িত্বের বিষয়টি মনে করিয়ে দিয়েছেন। সব মিলিয়ে উল্টো রথ এবং মহরমে মোট ৫০০০ পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকছেন। থাকবেন শীর্ষ পুলিশকর্তারাও।

আরও পড়ুন: বাগনানে মহরম যাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট

আরও পড়ুন: দুর্গাপুর সেতু ৫২ ঘণ্টার জন্য বন্ধ: ভারবহন ক্ষমতার লোড টেস্টে শহরজুড়ে ট্র্যাফিক বিপর্যয়ের আশঙ্কা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহরমের শোভাযাত্রা ঘিরে নিরাপত্তায় জোর, পথে থাকবে বাড়তি পুলিশ

আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: শনি ও রবিবার পরপর দু’দিন ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। ফলে কলকাতার রাস্তায় যানজটের সম্ভবনা। ফলে শহরের ট্রাফিক ব্যবস্থায় বিশেষ নজর দিচ্ছে লালবাজার। উল্টো রথ উপলক্ষ্যে শহরের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা বের হয়। ফলে শহরের বেশ কিছু রাস্তায় সাময়িক ভাবে ট্র্যাফিকের গতি শ্লথ হয়, যানজটও দেখা দেয়। শুক্রবার লালবাজারের তরফে জানানো হয়, শহরের পথে পর্যাপ্ত পুলিশ থাকবে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ দিন অতিরিক্ত দু’হাজার পুলিশকর্মী বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে। শুধু ট্র্যাফিক নিয়ন্ত্রণ নয় , শহরের নিরাপত্তার বিষয়টিতেও বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান পুলিশকর্তারা। আজ রবিবার মহরমের দিন শহরের বিভিন্ন রাস্তায় তাজিয়া-সহ শোভাযাত্রা বের হবে। ফলে যানজটের আশঙ্কা থাকছে। যদিও রবিবার ছুটির দিন হওয়ায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা থাকবে।

তবে নিরাপত্তার কারণে মহরমের দিন আড়াই হাজার অতিরিক্ত পুলিশকর্মী রাস্তায় থাকবেন। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা নোটিফিকেশনের মাধ্যমে থানাগুলিকে তাদের দায়িত্বের বিষয়টি মনে করিয়ে দিয়েছেন। সব মিলিয়ে উল্টো রথ এবং মহরমে মোট ৫০০০ পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকছেন। থাকবেন শীর্ষ পুলিশকর্তারাও।

আরও পড়ুন: বাগনানে মহরম যাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট

আরও পড়ুন: দুর্গাপুর সেতু ৫২ ঘণ্টার জন্য বন্ধ: ভারবহন ক্ষমতার লোড টেস্টে শহরজুড়ে ট্র্যাফিক বিপর্যয়ের আশঙ্কা