শেহলার বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার

- আপডেট : ২ মার্চ ২০২৫, রবিবার
- / 63
নয়াদিল্লি, ২ মার্চ: বড় আইনি স্বস্তি পেলেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেত্রী শেহলা রশিদ। ২০১৯ সালে ছাত্রনেত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছিল রাষ্ট্রদ্রোহিতার মামলা। অবশেষে সেই মামলা প্রত্যাহারের অনুমতি দিল দিল্লির পাটিয়ালা হাউস আদালত। জানা গিয়েছে, ২৭ ফেব্রুয়ারি আদালতে ছাত্রনেত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের আবেদন জানায় দিল্লি পুলিশ। আবেদনে উল্লেখ করা হয়, শেহলার বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। তিনি এখন তা প্রত্যাহার করে নিয়েছেন। এরপরই পুলিশের মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অনুজ কুমার সিংহ।
২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করেছিল কেন্দ্রের মোদি সরকার। সেই সময় রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বারংবার ক্ষোভ উগরে দিয়েছিলেন শেহলা। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘সেনা রাতে বাড়িতে ঢুকে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে, ঘরদোর ভাঙচুর করছে, ইচ্ছাকৃত ভাবে মেঝেতে ফেলে নষ্ট করছে রেশন, ভাতের সঙ্গে তেল মিশিয়ে দিচ্ছে।’ তাঁর এই পোস্টের পরই জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেত্রীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর অনুমতি দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। শেহলার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, শান্তিভঙ্গ ও দাঙ্গায় প্ররোচনা দেওয়ার মত বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে পুলিশ। এবার আদালতের অনুমতির পরে সেই মামলা প্রত্যাহার করা হল। প্রসঙ্গত, মোদি সরকারের তীব্র সমালোচক হিসেবেই পরিচিত ছিলেন শেহলা। তবে বেশ কয়েক বছর থেকেই মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে তাঁকে।