কালিয়াচক হাইস্কুলে নারী শিক্ষার প্রসার ও বাল্যবিবাহ রুখতে আলোচনাসভা

- আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার
- / 40
পুবের কলম প্রতিবেদক: কালিয়াচকঃ কালিয়াচক হাইস্কুলের আয়োজনে ও ছাত্রসমাজের সহযোগিতায় নারীশিক্ষার প্রসার ও বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হল। এই সভায় অংশগ্রহণ করেন বিশিষ্টজনেরা। কালিয়াচক থানার আইসি মদনমোহন রায়, অল্প বয়সে বিবাহ এবং এর ফলে সমাজে তার কুফল নিয়ে ব্যাখ্যা করেন। এই বিষয়ে তিনি মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। অল্প বয়সে বিবাহ রুখতে নাবালিকা মেয়েদের শিক্ষিত করার আবেদন জানিয়ে বলেন, সচেতন করতে শিক্ষক– শিক্ষিকা– ক্লাব– গ্রামের বিশিষ্টদের এগিয়ে আসতে হবে। ছেলে মেয়েদের ভালো রাখার স্বার্থেই চাইল্ড রেজিস্টার অ্যাক্ট চালু হয়েছে। স্কুলে একটি ক্লাসে বিশেষ শিক্ষাদান ও মূল্যবোধ তুলে ধরার পরামর্শ দেন কালিয়াচক থানার আইসি।
এছাড়াও ভাষণ দেন মালদা জেলা ট্রাফিক ইন্সপেক্টর শান্তিনাথ পাঁজা– গান পরিবেশন করেন পুলিশ সাব ইন্সপেক্টর মৌসুমী রায় মল্লিক– সিলামপুর হাসপাতালের কর্মী কাউন্সিলর শম্পা চৌধুরী– শিক্ষারত্ন তানিয়া রহমত– ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহা সায়েম আসগার প্রমুখ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আসগার বলেন– স্কুলের তরফে এটি একটি সামাজিক উদ্যোগ।
প্রসঙ্গত, সিলামপুর গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হাসপাতালে যত সংখ্যক প্রসূতি ভর্তি হয়েছেন তাদের বেশিরভাগের বয়স ১৮ বছর বয়সের নীচে। অল্প বয়সে বিয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সমাজের।