ক্যালসিয়াম কার্বাইড গান নিয়ে দীপাবলি উদযাপন, ভোপালে আহত ৬০, দৃষ্টিশক্তি হারাল একাধিক শিশু

- আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 118
পুবের কলম, ওয়েবডেস্ক: দীপাবলি উদযাপনে ক্যালসিয়াম কার্বাইড গান ব্যবহারের ফলে আহত হয়েছেন বহু মানুষ। আহতের মধ্যে রয়েছে বহু শিশু। ইতিমধ্যে ৬০ জনের বেশি মানুষকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। যাদের বেশিরভাগই ৮ থেকে ১৪ বছর বয়সী শিশু। চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার (সিএমএইচও) ডাঃ মণীশ শর্মা বলেছেন, অস্থায়ী “কার্বাইড পাইপ গান” অত্যন্ত বিপজ্জনক। কার্বাইড পাইপ গানে আহত হয়েছেন তারা। সিএমএইচও-এর কথায়, “এই বন্দুকের আঘাতে আহত প্রায় ৬০ জন বর্তমানে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও তাদের জীবনের জন্য কোনও হুমকি নেই, তবে আহতদের মধ্যে কয়েকজন দৃষ্টিশক্তি হারিয়েছেন। আবার কয়েকজনের মুখ পুড়ে গেছে।”
কি এই কার্বাইড পাইপ গান? জানা গিয়েছে, বন্দুকগুলি একটি প্লাস্টিকের পাইপ, একটি গ্যাস লাইটার এবং ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করে অপরিশোধিতভাবে একত্রিত করা হয়। যখন জল ক্যালসিয়াম কার্বাইডের সংস্পর্শে আসে, তখন এটি অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে, যা ইগনিশনে বিস্ফোরিত হয়। ফলস্বরূপ বিস্ফোরণটি প্লাস্টিকের পাইপের টুকরোগুলিকে উচ্চ গতিতে চালিত করতে পারে, যার ফলে চোখ, মুখ এবং ত্বকে স্রাপনেলের মতো আঘাত করে।
প্রশাসন জানিয়েছে, যে দীপাবলির একদিন পরে ভোপাল জুড়ে কার্বাইড বন্দুকের আঘাতের ১৫০ টিরও বেশি মামলা নথিভুক্ত করা হয়েছিল। অনেক ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকটি শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এইমসের চিকিৎসকরা ১২ বছর বয়সী একটি ছেলের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের জন্য চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। আরও দুটি শিশু হামিদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিএমএইচও শর্মা জানিয়েছেন, জেলা প্রশাসন কার্বাইড বন্দুকের অবৈধ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মোহন যাদব ১৮ অক্টোবর অনুষ্ঠিত একটি বৈঠকে মধ্যপ্রদেশের জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কর্মকর্তাদের এই ধরনের ডিভাইস বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। তবে এসব নির্দেশনা থাকা সত্ত্বেও দীপাবলির সময় স্থানীয় বাজারে বন্দুক ব্যাপকভাবে বিক্রি হয়েছে।