BRAKING :
হাওড়ার ফোরশোর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ইমামা খাতুন
- আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, রবিবার
- / 17
আইভি আদক, হাওড়াঃ হাওড়ার ফোরশোর রোডের বিবেক বিহার এলাকায় ভয়াবহ আগুন। রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎ ওই ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে প্যান্ডেল ও ডেকরেটার্স সামগ্রী। প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কার্যত আগুনের গ্রাসে চলে যায়। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় হতাহতের খবর নেই।
Tag :
- Last Update
- Popular Post