১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হাড় কাঁপানো শীত উত্তর ভারতে

সামিমা এহসানা
  • আপডেট : ৩ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 10

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘মাঘের শীতে বাঘ কাঁপে’, গ্রাম বাংলার এই প্রবাদ নতুন করে মনে করিয়ে দিল উত্তর ভারতের ঠান্ডার প্রকোপ। মাঘ আসতে এখনও অনেক দেরি। পৌষের মাঝামাঝি এসে জমিয়ে ব্যাট করছে শীত। শীতের জেরে উত্তর ভারত প্রায় বিপর্যস্ত। ফৈজাবাদের বাসিন্দা সিরাজউদ্দিন খান জানিয়েছেন, ‘আমি আজই ছুটি কাটিয়ে কলকাতা ফিরলাম। উত্তরপ্রদেশে তাপমাত্রা এখন প্রায় ৬ ডিগ্রির কাছাকাছি। পরপর ৭ টা জামা পরেও ঠান্ডার মোকাবিলা করা যাচ্ছে না’।

গোটা উত্তর ভারত জুড়ে শুরু হয়েছে শৈত্য প্রবাহ। সোমবার ও মঙ্গলবার ঘন কুয়াশার জেরে মাঝরাতে দিল্লি বিমানবন্দর থেকে প্রায় ১২ টি বিমানকে দেরীতে ছাড়া হয়েছে। উত্তরপ্রদেশের ৩৬ টি জেলায় দিনের বেলা ঠান্ডার প্রকোপ থাকবে, পাশাপাশি এই জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

উত্তরপ্রদেশের মির্জাপুর, বারাণসী, আজমগড়, অযোধ্যা সহ ৩৬ টি জেলায় শৈত প্রবাহ চলবে বলে জানানো হয়েছে। এমনকি দিনের বেলাতেও ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে পঞ্জাব ও উত্তপ্রদেশের বিভিন্ন জেলা। সোমবার ঠান্ডা ও কুয়াশার জেরে পাটিয়ালা, হোশিয়ারপুর এলাকায় দিনের বেলাতেও সূর্যের তাপ অনুভব করা যায়নি। আবহাওয়া বিভাগের মতে, এই পরিস্থিতি চলতে পারে আরও এক সপ্তাহ।

এই পরিস্থিতির জেরে পটনার স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের ছুটি বাড়ানো হয়েছে ৭ জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে, পঞ্জাব সরকার ও স্কুল পড়ুয়াদের কথা ভেবে সরকারি, সরকার পোষিত ও বেসরকারি স্কুলগুলিতে ৮ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। পঞ্জাব, হিমাচল প্রদেশ, দিল্লি, রাজস্থান, হরিয়ানা, চণ্ডিগড়ে ৫ দিন শৈত্য প্রবাহ চলবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। উত্তর ভারতের রাজ্যগুলির পাশাপাশি আপাতত বিহার ও ওড়িশায় শীতের প্রকোপ থাকবে বলেও জানানো হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাড় কাঁপানো শীত উত্তর ভারতে

আপডেট : ৩ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘মাঘের শীতে বাঘ কাঁপে’, গ্রাম বাংলার এই প্রবাদ নতুন করে মনে করিয়ে দিল উত্তর ভারতের ঠান্ডার প্রকোপ। মাঘ আসতে এখনও অনেক দেরি। পৌষের মাঝামাঝি এসে জমিয়ে ব্যাট করছে শীত। শীতের জেরে উত্তর ভারত প্রায় বিপর্যস্ত। ফৈজাবাদের বাসিন্দা সিরাজউদ্দিন খান জানিয়েছেন, ‘আমি আজই ছুটি কাটিয়ে কলকাতা ফিরলাম। উত্তরপ্রদেশে তাপমাত্রা এখন প্রায় ৬ ডিগ্রির কাছাকাছি। পরপর ৭ টা জামা পরেও ঠান্ডার মোকাবিলা করা যাচ্ছে না’।

গোটা উত্তর ভারত জুড়ে শুরু হয়েছে শৈত্য প্রবাহ। সোমবার ও মঙ্গলবার ঘন কুয়াশার জেরে মাঝরাতে দিল্লি বিমানবন্দর থেকে প্রায় ১২ টি বিমানকে দেরীতে ছাড়া হয়েছে। উত্তরপ্রদেশের ৩৬ টি জেলায় দিনের বেলা ঠান্ডার প্রকোপ থাকবে, পাশাপাশি এই জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

উত্তরপ্রদেশের মির্জাপুর, বারাণসী, আজমগড়, অযোধ্যা সহ ৩৬ টি জেলায় শৈত প্রবাহ চলবে বলে জানানো হয়েছে। এমনকি দিনের বেলাতেও ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে পঞ্জাব ও উত্তপ্রদেশের বিভিন্ন জেলা। সোমবার ঠান্ডা ও কুয়াশার জেরে পাটিয়ালা, হোশিয়ারপুর এলাকায় দিনের বেলাতেও সূর্যের তাপ অনুভব করা যায়নি। আবহাওয়া বিভাগের মতে, এই পরিস্থিতি চলতে পারে আরও এক সপ্তাহ।

এই পরিস্থিতির জেরে পটনার স্কুলগুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের ছুটি বাড়ানো হয়েছে ৭ জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে, পঞ্জাব সরকার ও স্কুল পড়ুয়াদের কথা ভেবে সরকারি, সরকার পোষিত ও বেসরকারি স্কুলগুলিতে ৮ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। পঞ্জাব, হিমাচল প্রদেশ, দিল্লি, রাজস্থান, হরিয়ানা, চণ্ডিগড়ে ৫ দিন শৈত্য প্রবাহ চলবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। উত্তর ভারতের রাজ্যগুলির পাশাপাশি আপাতত বিহার ও ওড়িশায় শীতের প্রকোপ থাকবে বলেও জানানো হয়েছে।