সিটের নোটিশ পেয়ে ‘গায়েব’ ভবানী রেভান্না, হতে পারেন গ্রেফতার

- আপডেট : ২ জুন ২০২৪, রবিবার
- / 2
পুবের কলম,ওয়েবডেস্ক: সিটের নোটিশ পেয়ে বেপাত্তা সেক্স স্কান্ডেলে অভিযুক্ত প্রজ্বলের মা ভবানী রেভান্না। প্রজ্বল ও তাঁর বাবা এইচ ডি রেভান্নার বিরুদ্ধে তাদের পরিচারিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে প্রজ্বল। একই মামলায় আপাতত জামিনে রয়েছে বাবা। সেই অপহরণ কাণ্ডে ভবানীরও হাত আছে কি না, তা জানতে তদন্তে নেমেছে বিশেষ তদন্তকারী দল (সিট)। পাঠায় সমন। ১ জুন হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও সিটের সমন পেয়ে বেপাত্তা ভবানী। এদিন ভবানী রেভান্নাদের বাড়ি চন্নাম্বিকা নিবাসে পৌঁছে দেখেন, তিনি বাড়ি নেই। তাঁর মোবাইলও বন্ধ। বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করে ফিরে আসেন তাঁরা। সিট অফিসারদের সামনে ভবানী রেভান্না উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে বলে পুলিশ সূত্রের খবর।
উল্লেখ্য, হাসনের সাংসদ প্রজ্বলের বিরুদ্ধে শতাধিক মহিলাকে ধর্ষণ এবং যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। হাসনে ভোটের আগেই প্রায় তিন হাজার যৌন কেলেঙ্কারির ভিডিয়োও ছড়িয়ে পড়ে। দলীয় কর্মী থেকে শুরু করে সরকারি কর্মচারী এমনকি বাড়িতে কর্মরত মহিলাদেরও যৌন নিগ্রহ করেছেন প্রজ্বল, বলে অভিযোগ ওঠে।
অভিযোগ সামনে আসার পরেই দেশ ছাড়েন প্রজ্বল। কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে জার্মানি গিয়েছিলেন তিনি। জানা যায়, যৌন হেনস্থা-র্ধষণের একের পর এক অভিযোগ সামনে আসায় জেডিএস শীর্ষ নেতৃত্বের উপরে চাপ বাড়ান দলের একাংশ নেতা-কর্মী। এই পরিস্থিতিতে নাতিকে দেশে ফেরার জন্য বার্তা দেন জেডিএস প্রধান এইচ ডি দেবগৌড়াও। তারপরেই দেশে ফেরেন তিনি।