সম্ভল হিংসা: জামিন পেলেন শাহী জামা মসজিদের সভাপতি জাফর আলী

- আপডেট : ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 50
পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের সম্ভলে সাম্পদায়িক হিংসায় জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছিলেন শাহী জামা মসজিদের সভাপতি জাফর আলী। চার মাস জেলে থাকার পর অবশেষে মুক্তি পেলেন তিনি। বৃহস্পতিবার শাহী জামা মসজিদের সভাপতির জামিনের আবেদন মঞ্জুর করে এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি সমীর জৈনের সিঙ্গল বেঞ্চ জাফর আলীর জামিন মঞ্জুর করে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে শাহী জামা মসজিদের জরিপকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়ে সম্ভলে। সাম্পদায়িক হিংসায় নিহত হয়েছিলেন পাঁচ জন মুসলিম যুবক। হিংসা থামাতে নিরীহ মুসলিমদের গণহারে গ্রেফতার করেছিল যোগী পুলিশ। পুলিশি বর্বরতা নিয়ে মুখ খুলেছিলেন জামা মসজিদের সভাপতি জাফর আলী। তিনি হিংসায় মদদ জুগিয়েছেন এমনই অভিযোগ তুলে চলতি বছরের ২৩ মার্চ তাঁকে গ্রেফতার করে উইপি পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়। পুলিশ দাবি করেছিল, সম্ভল হিংসায় জড়িত ছিলেন তিনি। তবে স্থানীয়রা জানায়, পুলিশি নিপীড়ন ও হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তাঁকে টার্গেট করা হয়।
এদিকে গ্রেফতারের পর থেকে মোরাদাবাদ জেলে বন্দি ছিলেন জাফর আলী। অবশেষে আদালতের নির্দেশে জেলমুক্ত হলেন তিনি।