শাহজাহান শেখকে বাগে পেতে হাই প্রোফাইল বৈঠক ইডির

- আপডেট : ৯ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার
- / 4
কলকাতা, ৯ জানুয়ারি: শাহজাহান শেখকে বাগে পেতে মরিয়া ইডি। কোমর বেঁধে মাঠে নামতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার রাতেই কলকাতায় পৌঁছেছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। মঙ্গলবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাই প্রোফাইল বৈঠকে বসেন ইডি আধিকারিকরা। ইডির হাই প্রোফাইল বৈঠকে কীভাবে বাগে আনা যাবে শেখ শাহজাহানকে তারই রুপরেখা তৈরি করা হয়েছে বলে খবর। শাহজাহান সহ অপরাধীদের ধরতে যথেষ্ট তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, ইডির স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল, অ্যাডিশনাল ডিরেক্টর বিনোদ শর্মা, রেশন দুর্নীতির তদন্তকারী আধিকারিকরা, সিআইএসএফ আইজি, সিআরপিএফ আইজি বীরেন্দ্র কুমার শর্মা, প্রিন্সিপাল ডিরেক্টর, আয়কর দপ্তর পঙ্কজ কুমার।
প্রসঙ্গত, গত শুক্রবার সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি অফিসাররা। মাথা ফেটেছিল ৩জন ইডি আধিকারিকদের। হামলাকারীদের হাতে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রীতিমতো দৌড় করানো হয়েছিল ইডি আধিকারিকদের। ওই ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সোমবার রাজ্য পুলিশের ডিজি কড়া পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন। তিনি আরও জানান, “যারা আইন ভেঙেছেন তাদের ছাড়া হবে না।”
অন্যদিকে, তৃণমূল নেতার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশও জারি করা হয়েছে। এমনকি সমস্ত বিমানবন্দর এবং বিএসএফকেও এই বিষয়ে ইডির তরফে অ্যালার্ট করা হয়েছে। তৃণমূল নেতাকে ধরতে দুই ২৪ পরগনার সীমান্ত এলাকাগুলিতে বিএসএফ চৌকিকে বিশেষ ভাবে নজরদারি চালানোর কথা বলা হয়েছে। সব মিলিয়ে শাহজাহান শেষ দেখতে চাইছে ইডি।