ফের বঞ্চনার শিকার শামি, ভারতের ‘এ’ দলে জায়গা হল না সরফরাজেরও

- আপডেট : ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 72
পুবের কলম প্রতিবেদক: ফের বঞ্চনার শিকার হলেন বাংলার তারকা পেসার মুহাম্মদ শামি। ফিট থাকা শামিকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি চারদিনের অনুশীলন ম্যাচের জন্য দল এদিন ঘোষণা করলেন বিসিসিআইয়ের নির্বাচক মন্ডলীরা। সে দলে একইভাবে জায়গা পাননি মুম্বইয়ের প্রতিভাবান ব্যাটার সরফরাজ খানেরও। তবে ওই দলে খেলার জন্য সুযোগ পেয়েছেন বাংলার দুই ক্রিকেটার আকাশ দীপ ও অভিমন্যু ঈশ্বরণ। ইংল্যান্ড টেস্টে চোট পাওয়া ঋষভ পন্থ ফিট হয়ে ওঠায় ভারতের ‘এ’ দলের নেতৃত্ব পেলেন।
আগামী ১৪ নভেম্বর ইডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলবেন শুভমান গিলরা। গুরুত্বপূর্ণ ওই টেস্ট সিরিজের আগে প্রোটিয়াদের বিরুদ্ধে দুটি চারদিনের অনুশীলন ম্যাচ খেলবে ভারতের ‘এ’ দল। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে প্রথম ম্যাচটি হবে ৩০ অক্টোবর থেকে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ৬ নভেম্বর থেকে। এদিন সেই লক্ষ্যে ভারতের ‘এ’ দল ঘোষণা করা হয়। অনেকেই ভেবেছিলেন, বাংলার হয়ে সদ্য রঞ্জিতে ফেরা ফিট শামিকে ভারতের ‘এ’ দলে সুযোগ দেবেন অজিত আগারকারের নেতৃত্বাধীন বোর্ডের নির্বাচকরা। কারণ, সদ্য বাংলার হয়ে রঞ্জি ক্রিকেটে ফিরে উত্তরাখাণ্ডের বিপক্ষে ৭ উইকেট তুলে নিয়ে নিজেকে আবার প্রমাণ করেছিলেন শামি। অথচ সেই শামিকে আবারও দলের বাইরে রেখে দল ঘোষণা করল বিসিসিআই। কেউ কেউ মনে করছেন, নির্বাচক প্রধানের বিরুদ্ধে মুখ খোলার সাজা পেলেন শামি।
অস্ট্রেলিয়ার মাটিতে চলতে থাকা ওয়ানডে সিরিজে ভারতীয় দলে শামি ডাক না পাওয়ায় কেউ কেউ প্রশ্ন তোলেন নির্বাচক কমিটির দল নির্বাচনের পদ্ধতি নিয়ে। যার জবাবে বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগারকার বলেছিলেন, ‘শামিকে নিয়ে বিসিসিআইয়ের কাছে কোনও তথ্য নেই। তার ওপর গত দু’-তিন বছরে সে খুব বেশি ম্যাচ খেলেনি। আমাদের জানতে হবে ও কতটা ফিট। তার জন্য শামিকে বেশি বেশি ক্রিকেট খেলতে হবে।’ এর জবাবে শামি বলেন, ‘ভারতীয় দলের নির্বাচকেরা আমার সঙ্গে যোগাযোগ করেননি। আমার ফিটনেসের কথা জানতে চাননি। আমি তো আর যেচে ফিটনেস নিয়ে ওঁদের বলতে যাব না। এটা আমার কাজ নয়। ওঁদের জানতে হবে। যদি আমি রঞ্জির ম্যাচ খেলতে পারি, তা হলে ৫০ ওভারের ম্যাচ কেন খেলতে পারব না? আমি যদি ফিট না থাকতাম, তা হলে এনসিএ-তে থাকতাম, রঞ্জির দলে নয়।’
এর পরেই শামি জানিয়েছিলেন, ‘আমি কতটা ফিট, সেটা রঞ্জিতেই সকলে দেখতে পাবে। প্রতিটা ম্যাচে নিজের ১০০ শতাংশ দিয়েছি। আশা করেছিলাম, নির্বাচকরা আমার সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন। কিন্তু কেউ তা করেননি। আমি ফিট কিনা, সেটা তারা না জেনেই আমাকে দলের বাইরে রাখলেন।’ এর পরেই বাংলার হয়ে রঞ্জিতে নেমে প্রথম ম্যাচে উত্তরাখাণ্ডের বিরুদ্ধে ৭ উইকেট নিয়ে তিনি নিজের দলকে জিতিয়েছেন। সমালোচকদের নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন। তাই অনেকেই ভেবেছিলেন, ঘরের মাঠে সামনের টেস্ট সিরিজে শামিকে হয়তো দলে ডেকে নেবেন নির্বাচকরা। কিন্তু, ভারতের ‘এ’ দলের হয়ে তাকে অনুশীলন ম্যাচের দলে না রেখে নির্বাচকরা বুঝিয়ে দিলেন, বাংলার এই অভিজ্ঞ পেসারকে তারা আর জাতীয় দলে চাইছেন না। একই অবস্থা সরফরাজেরও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান করার পর এবার চলতি রঞ্জিতে রান করেও মুম্বইয়ের এই তরুণ ব্যাটারকে আবারও বাদের তালিকায় রাখলেন অজিত আগারকাররা।
প্রথম ম্যাচের জন্য ভারতের এ দল : ঋষভ পন্থ (অধিনায়ক), আয়ুষ মাত্রে, এন জগদীশন (উইকেটরক্ষক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, রজত পতিদার, হর্ষ দুবে, তনুষ কোটিয়ান, মানব সুথার, অংশুল কাম্বোজ, যশ ঠাকুর, আয়ুষ বাদোনি, সারাংশ জৈন। দ্বিতীয় ম্যাচের জন্য ভারতের এ দল : ঋষভ পন্থ (অধিনায়ক), লোকেশ রাহুল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, ঋতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুর্নুর ব্রার, অভিমন্যু ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণ ও মুহাম্মদ সিরাজ, আকাশ দীপ।