০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জমি নিয়ে বিবাদের জেরে জমির মালিককে কুপিয়ে খুন, গ্রেফতার ভাগচাষী

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ২০ জুন ২০২৫, শুক্রবার
  • / 125

পুবের কলম ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ফলতার জালালপুরে জমি চাষ নিয়ে বিবাদের জেরে জমির মালিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ভাগচাষীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে এলাকার এক মাঠ থেকে উদ্ধার হয় মৃত সুনীল হালদারের (৬০) রক্তাক্ত দেহ।

শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষতচিহ্ন ছিল, যা দেখে পুলিশ নিশ্চিত হয় যে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফলতা থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় দীর্ঘ ৯ বছর ধরে সুনীলের জমিতে ভাগে চাষ করা কার্তিক কালসার প্রতি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর মাত্র ৪৫ মিনিটের মধ্যেই তাকে একই এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: আল কায়দার যোগসূত্রে বেঙ্গালুরুর যুবতী গ্রেফতার, মোবাইলে পাকিস্তানি আধিকারিকদের নম্বর

প্রাথমিক জেরায় খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত কার্তিক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, চলতি বছরে জমির মালিক সুনীল চাষ করতে বারণ করেছিলেন কার্তিককে। সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় ভাগচাষী। দু’জনের মধ্যে একাধিকবার বচসাও হয়। এরপর সুযোগ বুঝে সুনীল হালদারকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে সে।

আরও পড়ুন: যাদবপুরে টেলিভিশন অভিনেত্রীর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার ২ মদ্যপ যুবক

আপাতত খুনের অস্ত্রটি উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, অস্ত্র উদ্ধারের জন্য অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। আগামী শনিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলেও পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: আইআইএম জোকা ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্ত দ্বিতীয় বর্ষের ছাত্র গ্রেফতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জমি নিয়ে বিবাদের জেরে জমির মালিককে কুপিয়ে খুন, গ্রেফতার ভাগচাষী

আপডেট : ২০ জুন ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ফলতার জালালপুরে জমি চাষ নিয়ে বিবাদের জেরে জমির মালিককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ভাগচাষীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে এলাকার এক মাঠ থেকে উদ্ধার হয় মৃত সুনীল হালদারের (৬০) রক্তাক্ত দেহ।

শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষতচিহ্ন ছিল, যা দেখে পুলিশ নিশ্চিত হয় যে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফলতা থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয় দীর্ঘ ৯ বছর ধরে সুনীলের জমিতে ভাগে চাষ করা কার্তিক কালসার প্রতি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর মাত্র ৪৫ মিনিটের মধ্যেই তাকে একই এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: আল কায়দার যোগসূত্রে বেঙ্গালুরুর যুবতী গ্রেফতার, মোবাইলে পাকিস্তানি আধিকারিকদের নম্বর

প্রাথমিক জেরায় খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত কার্তিক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, চলতি বছরে জমির মালিক সুনীল চাষ করতে বারণ করেছিলেন কার্তিককে। সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় ভাগচাষী। দু’জনের মধ্যে একাধিকবার বচসাও হয়। এরপর সুযোগ বুঝে সুনীল হালদারকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে সে।

আরও পড়ুন: যাদবপুরে টেলিভিশন অভিনেত্রীর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার ২ মদ্যপ যুবক

আপাতত খুনের অস্ত্রটি উদ্ধার হয়নি। পুলিশ জানিয়েছে, অস্ত্র উদ্ধারের জন্য অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। আগামী শনিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলেও পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: আইআইএম জোকা ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্ত দ্বিতীয় বর্ষের ছাত্র গ্রেফতার