জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম, আমি দায়ী: আল-মামুন
মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচার শুরু শেখ হাসিনার

- আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 233
পুবের কলম,ওয়েবডেস্ক: মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচার শুরু শেখ হাসিনার। সংবাদ সংস্থা সুত্রে খবর, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ আরও ২ জন আসামির বিরুদ্ধে এদিন বিচার শুরু হয়েছে। অভিযুক্ত অন্য দুজন হলেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
এরমধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন আব্দুল্লাহ আল-মামুন। এমনকি তিনি সংশ্লিষ্ট মামলায় রাজসাক্ষী হতে চান বলেও জানিয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন এবং আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেন।