শেখ রেহানার স্বামীর ১৫ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত

- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 27
পুবের কলম,ওয়েবডেস্ক: শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক ও দেবর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের নামে থাকা গাজীপুর সদরের জমি ও একটি ১০ তলা বাড়ি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। এসব স্থাবর সম্পদের আনুমানিক মূল্য বাংলাদেশের টাকায় প্রায় ১৫ কোটি।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম আদালতে আবেদন করে জানান;শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্তরা এসব সম্পদ হস্তান্তর বা গোপন করার চেষ্টা করছেন। তদন্ত চলাকালে সম্পদের মালিকানা যেন পরিবর্তন বা স্থানান্তর করা না হয়, সে লক্ষ্যে সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন করা হয়। আদালত ওই আবেদন মঞ্জুর করেন। দুদক জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাদের সব স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, তারিক আহমেদ সিদ্দিক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন। এর আগে আদালত তার ও পরিবারের নামে থাকা ২৪ বিঘা জমি, ৫টি প্লট ও ৫টি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল। চলতি বছরের ২৮ জানুয়ারি তারিক আহমেদ সিদ্দিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও জারি করে আদালত।