০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বলিউডি কায়দায় বাইক থেকে গুলি, মৃত ১ আহত ১০

সামিমা এহসানা
  • আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার
  • / 99

পুবের কলম, ওয়েব ডেস্ক: কোনো অনলাইন গেম অথবা সিনেমাতে খলনায়করা যেভাবে চলন্ত বাইক থেকে রাস্তাঘাটে মানুষকে গুলি করে মারে, ওই একই কায়দায় গুলি চালাতে দেখল বিহার। দুই বাইক সওয়ারিকে দেখে কেউ ভাবতেও পারেননি যে খেলার ছলে মুড়ি-মুড়কির মত তারা মানুষকে গুলি করবেন। মঙ্গলবার সন্ধ্যা ৬ টা নাগাদ বিহারের বছওয়াড়া থানা এলাকার গোধনা থেকে শুরু করে চকিয়া পর্যন্ত প্রায় ৩০ কিমি বাইকে সওয়ার হয়ে পথচলতি মানুষকে গুলি করে মারল দুই দুষ্কৃতী। তাদের উদ্দেশ্য এখনও অধরা।

বিহারের বেগুসরাইয়ে ওই দুষ্কৃতীদের গুলিতে ১ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ১০জন। ওই দুষ্কৃতীদের খোঁজে বেগুসরাইয়ের এসপি যোগেন্দ্র কুমার এবং জেলা ম্যাজিস্ট্রেট রোশন কুশওয়াহা বিহারের সাতটি জেলায় সতর্কতা জারি করেছেন এবং সীমানা সিল করে তল্লাশি চালানোর ব্যবস্থা করেছেন। যে এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

আরও পড়ুন: নীতিশিক্ষা হারিয়ে যাওয়ার ফলেই কি এত অপরাধ এত দুর্নীতি?

ঘটনায় নিহত চন্দন কুমারের পরিবার এবং স্থানীয় লোকজন বরৌনি থানার কাছে মোতি চৌকের কাছে অবরধ প্রদর্শন করে। পুলিশ জানিয়েছে, সম্ভবত আতঙ্ক ছড়ানোর লক্ষ্যেই তারা এমন কাজ করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: ১১ লক্ষ টাকা দিয়ে বান্ধবীকে গাড়ি উপহার, কনস্টেবল মনোজিতের কোটির সম্পত্তি দেখে চোখ কপালে

আরও পড়ুন: মরদেহের সঙ্গে ‘যৌনক্রিয়া’ ভারতীয় আইনে অপরাধ নয়’, মর্গে সিসিটিভি বসানোর নির্দেশ: কর্নাটক হাইকোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বলিউডি কায়দায় বাইক থেকে গুলি, মৃত ১ আহত ১০

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: কোনো অনলাইন গেম অথবা সিনেমাতে খলনায়করা যেভাবে চলন্ত বাইক থেকে রাস্তাঘাটে মানুষকে গুলি করে মারে, ওই একই কায়দায় গুলি চালাতে দেখল বিহার। দুই বাইক সওয়ারিকে দেখে কেউ ভাবতেও পারেননি যে খেলার ছলে মুড়ি-মুড়কির মত তারা মানুষকে গুলি করবেন। মঙ্গলবার সন্ধ্যা ৬ টা নাগাদ বিহারের বছওয়াড়া থানা এলাকার গোধনা থেকে শুরু করে চকিয়া পর্যন্ত প্রায় ৩০ কিমি বাইকে সওয়ার হয়ে পথচলতি মানুষকে গুলি করে মারল দুই দুষ্কৃতী। তাদের উদ্দেশ্য এখনও অধরা।

বিহারের বেগুসরাইয়ে ওই দুষ্কৃতীদের গুলিতে ১ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ১০জন। ওই দুষ্কৃতীদের খোঁজে বেগুসরাইয়ের এসপি যোগেন্দ্র কুমার এবং জেলা ম্যাজিস্ট্রেট রোশন কুশওয়াহা বিহারের সাতটি জেলায় সতর্কতা জারি করেছেন এবং সীমানা সিল করে তল্লাশি চালানোর ব্যবস্থা করেছেন। যে এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।

আরও পড়ুন: নীতিশিক্ষা হারিয়ে যাওয়ার ফলেই কি এত অপরাধ এত দুর্নীতি?

ঘটনায় নিহত চন্দন কুমারের পরিবার এবং স্থানীয় লোকজন বরৌনি থানার কাছে মোতি চৌকের কাছে অবরধ প্রদর্শন করে। পুলিশ জানিয়েছে, সম্ভবত আতঙ্ক ছড়ানোর লক্ষ্যেই তারা এমন কাজ করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: ১১ লক্ষ টাকা দিয়ে বান্ধবীকে গাড়ি উপহার, কনস্টেবল মনোজিতের কোটির সম্পত্তি দেখে চোখ কপালে

আরও পড়ুন: মরদেহের সঙ্গে ‘যৌনক্রিয়া’ ভারতীয় আইনে অপরাধ নয়’, মর্গে সিসিটিভি বসানোর নির্দেশ: কর্নাটক হাইকোর্ট