পুবের কলম প্রতিবেদক, জয়নগর: শনিবার গভীর রাতে এক সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি। ঘটনাটি ঘটেছে, ভাঙড়ের উত্তর কাশিপুর থানা এলাকায়। গুলিবিদ্ধ ঐ ব্যবসায়ীকে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেল, গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম চিত্ত ঘোষ। তিনি ভগবানপুর অঞ্চলের বাসিন্দা। শনিবার রাতে গাবতলা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। সেই সময় উত্তর কাশিপুর থানার বেলেদানা এলাকায় তার উপর হামলা চালায় তিন দুষ্কৃতী। তার ডানহাতে গুলি লেগেছে বলে খবর। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই রবিবার ভর্তি আছেন চিত্ত ঘোষ।
ঐ ব্যবসায়ীর কাছে থাকা ১৬ হাজার টাকা লুট করে একটি সাদা স্কুটি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
দুষ্কৃতীরা কেন গুলি চালালো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পুরো ঘটনাটা খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। ওই ব্যবসায়ী ইদানীং কারও সঙ্গে বচসায় জড়িয়েছেন বা কোনও শত্রু রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
https://puberkalom.com/in-delhi-nota-bags-more-votes-than-two-national-parties/





























