এজবাস্টনে শুভমন গিলের ঐতিহাসিক কীর্তি: এক টেস্টেই ডাবল সেঞ্চুরি ও শতরান

- আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
- / 69
পুবের কলম ওয়েবডেস্ক: শুভমন গিলের দুরন্ত ফর্ম অব্যাহত। ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাট হাতে রানের বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন তিনি। ইংল্যান্ড সফরে প্রথমে লিডস টেস্টে সেঞ্চুরি, এরপর এজবাস্টনে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত শতরান, শুভমন গড়লেন বিরল রেকর্ড।
এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে শুভমন গিল করেছিলেন ২৬৯ রান, যা টেস্টে কোনও ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ফের শতরান, যা তাঁকে বিশ্বের নবম এবং ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে এক টেস্টে একটি শতরান ও একটি দ্বিশতরান করার কীর্তিতে পৌঁছে দিল।
এই দুর্দান্ত কৃতিত্বে গিলের নাম জুড়ল কিংবদন্তি সুনীল গাভাসকরের সঙ্গে। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গাভাসকর করেছিলেন প্রথম ইনিংসে ১২৪ এবং দ্বিতীয় ইনিংসে ২২০ রান। গাভাসকর ছিলেন বিশ্বের দ্বিতীয় ব্যাটার যিনি এক টেস্টে দুটি সেঞ্চুরির বেশি রান করেছিলেন।
গিলের রেকর্ডও ততটাই গৌরবময়—কারণ তিনি অধিনায়ক হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন, যা তাঁকে আরও বিশেষ মর্যাদায় পৌঁছে দেয়।
এই ইংল্যান্ড সফরে শুভমন গিলের ব্যাট যেন থামছেই না। সফরের শুরুতেই লিডস টেস্টে একটি ঝকঝকে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু এজবাস্টনে তিনি যেন নিজেকেই ছাপিয়ে গেলেন।
-
প্রথম ইনিংস: ২৬৯ রান (ডাবল সেঞ্চুরি)
-
দ্বিতীয় ইনিংস: ১০২ রান (শতরান)
এই পরিসংখ্যানই প্রমাণ করে বর্তমানে টেস্ট ফরম্যাটে গিল কতটা ভয়ংকর এবং ধারাবাহিক।
যেভাবে শুভমন গিল নিজের অধিনায়কত্বের প্রথম সফরেই ইতিহাস গড়েছেন, তাতে স্পষ্ট তিনি শুধু বর্তমান নন, ভারতের টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের মুখ হয়ে উঠেছেন। প্রতিপক্ষ ইংল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে যেভাবে তিনি নিজেকে মেলে ধরেছেন, তা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে থেকে যাবে।