এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া চলাকালীনই শিলিগুড়ির মহকুমাশাসকের (এসডিও) দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত প্রায় ১১টা নাগাদ দপ্তরের একটি ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও পুলিশ। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে, যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
জানা গেছে, ঘটনার সময় এসডিও অফিস বন্ধ ছিল এবং দপ্তরে কেউ উপস্থিত ছিলেন না। আগুনে একাধিক সরকারি চেয়ার-টেবিলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স ডিভাইস পুড়ে যায়। একই সঙ্গে এসআইআর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে।
ঘটনার খবর পেয়ে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছান। দমকল বিভাগের ফায়ার অফিসার ধর্মেন্দ্র কিশোর রায় জানান, দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও বেশ কিছু আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সরঞ্জাম পুড়ে গেছে। তবে আপাতত এসআইআর সংক্রান্ত কোনও নথি পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।


































