১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াইট বোর্ডে “ মা আই কুইট” লিখে আত্মঘাতী শিলিগুড়ির মেধাবী পড়ুয়া

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 77

পুবের কলম ওয়েবডেস্কঃ হোয়াইট  বোর্ডের নিচের অংশে  লেখা “মা, আই কুইট”, বোর্ডের ওপরে  না মেলা অঙ্ক,  শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণির পড়ুয়া সোমনাথ সাহার আত্মহত্যার ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

 

আরও পড়ুন: ফের হরিয়ানায় আত্মঘাতী পুলিশকর্তা, ১০ দিনে তিন পুলিশকর্তা আত্মহত্যা

লেখাপড়ায় সে বরাবর মেধাবী ছাত্র বলেই  তাকে জানত সবাই।নিজের ঘরে হোয়াইট বোর্ডে চলছিল অঙ্ক কষা। কিন্তু মঙ্গলবার বিকেলে নিজের ঘরে উদ্ধার হয় দ্বাদশ শ্রেণির ছাত্র সোমনাথ সাহার ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিজের ঘর থেকেই। এই ঘটনায় শোকস্তব্ধ সোমানাথের বাব-মা থেকে শুরু করে স্কুলের সহপাঠী, শিক্ষক সকলেই ।

আরও পড়ুন: দাম্পত্য কলহে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা দম্পতির

একটা অঙ্ক  না মেলাতে পারার জন্যই এইভাবে নিজের জীবনে দাঁড়ি টেনে দিল এই মেধাবী ছাত্র। মাধ্যমিকে ৯৩%  নম্বর পেয়ে সে পাশ করে। সোমনাথের বাবা জানিয়েছেন মা ছিল সোমনাথের সবচেয়ে কাছের জন। শেষ কথাও সে নিজের মাকেই লিখে গিয়েছে। সঙ্গে দেওয়া সময় এবং একটা স্মাইলি।

আরও পড়ুন: ৫ বছর ধরে পাক জেলে বন্দি ভারতীয় মৎস্যজীবী, নির্যাতনে আত্মহত্যা!

সোমনাথের বাবা জানিয়েছেন করোনা কালে অন্য পড়ুয়াদের মত বাড়িতেই চলছিল তার লেখাপড়া।অ্যাস্ট্রোনমি নিয়ে পড়ার স্বপ্ন দেখত সে। কোথা থেকে কি ঘটে গেল তা কেউ বুঝে উঠতে পারছেননা।

বাকরুদ্ধ হয়ে পড়েছেন সোমানাথের মা। সোমানাথের সহপাঠিরা জানিয়েছে কোন দিন পিছিয়ে পড়া কে মেনে নিতে পারতনা সে। কোন পরীক্ষায় কম নম্বর পেলে তার মন খারাপের রেশ থাকত বেশ কিছুদিন। মনোবিদদের ধারনা অত্যধিক মানসিক চাপ থেকেই এই চরম রাস্তা বেছে নিয়েছে ১৮ বছরের এই কিশোর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হোয়াইট বোর্ডে “ মা আই কুইট” লিখে আত্মঘাতী শিলিগুড়ির মেধাবী পড়ুয়া

আপডেট : ২৭ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ হোয়াইট  বোর্ডের নিচের অংশে  লেখা “মা, আই কুইট”, বোর্ডের ওপরে  না মেলা অঙ্ক,  শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণির পড়ুয়া সোমনাথ সাহার আত্মহত্যার ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

 

আরও পড়ুন: ফের হরিয়ানায় আত্মঘাতী পুলিশকর্তা, ১০ দিনে তিন পুলিশকর্তা আত্মহত্যা

লেখাপড়ায় সে বরাবর মেধাবী ছাত্র বলেই  তাকে জানত সবাই।নিজের ঘরে হোয়াইট বোর্ডে চলছিল অঙ্ক কষা। কিন্তু মঙ্গলবার বিকেলে নিজের ঘরে উদ্ধার হয় দ্বাদশ শ্রেণির ছাত্র সোমনাথ সাহার ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিজের ঘর থেকেই। এই ঘটনায় শোকস্তব্ধ সোমানাথের বাব-মা থেকে শুরু করে স্কুলের সহপাঠী, শিক্ষক সকলেই ।

আরও পড়ুন: দাম্পত্য কলহে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা দম্পতির

একটা অঙ্ক  না মেলাতে পারার জন্যই এইভাবে নিজের জীবনে দাঁড়ি টেনে দিল এই মেধাবী ছাত্র। মাধ্যমিকে ৯৩%  নম্বর পেয়ে সে পাশ করে। সোমনাথের বাবা জানিয়েছেন মা ছিল সোমনাথের সবচেয়ে কাছের জন। শেষ কথাও সে নিজের মাকেই লিখে গিয়েছে। সঙ্গে দেওয়া সময় এবং একটা স্মাইলি।

আরও পড়ুন: ৫ বছর ধরে পাক জেলে বন্দি ভারতীয় মৎস্যজীবী, নির্যাতনে আত্মহত্যা!

সোমনাথের বাবা জানিয়েছেন করোনা কালে অন্য পড়ুয়াদের মত বাড়িতেই চলছিল তার লেখাপড়া।অ্যাস্ট্রোনমি নিয়ে পড়ার স্বপ্ন দেখত সে। কোথা থেকে কি ঘটে গেল তা কেউ বুঝে উঠতে পারছেননা।

বাকরুদ্ধ হয়ে পড়েছেন সোমানাথের মা। সোমানাথের সহপাঠিরা জানিয়েছে কোন দিন পিছিয়ে পড়া কে মেনে নিতে পারতনা সে। কোন পরীক্ষায় কম নম্বর পেলে তার মন খারাপের রেশ থাকত বেশ কিছুদিন। মনোবিদদের ধারনা অত্যধিক মানসিক চাপ থেকেই এই চরম রাস্তা বেছে নিয়েছে ১৮ বছরের এই কিশোর।