ফের SIR শুনানি ঘিরে মৃত্যুর ঘটনা, তোলপাড় রাজ্য রাজনীতি। শনিবার সকালে বীরভূমের রামপুরহাটে SIR শুনানির সময় লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছর বয়সী কাঞ্চন কুমার মণ্ডল। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হলেও পথেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে রামপুরহাট-১ ব্লক অফিসে শুনানিতে হাজির হয়েছিলেন কাঞ্চনবাবু। প্রয়োজনীয় নথিপত্র নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার সময় আচমকাই তিনি লুটিয়ে পড়েন। উপস্থিতরা সঙ্গে সঙ্গে সাহায্যে এগিয়ে আসেন। পরে বিডিও নিজে তাঁর গাড়িতে করে তাঁকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
তবে মৃতের পরিবার দাবি করেছে, SIR প্রক্রিয়া ঘিরে অতিরিক্ত মানসিক চাপই এই মৃত্যুর কারণ। একই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ও বিজেপিকে দায়ী করে কড়া ভাষায় আক্রমণ করেন। পাল্টা বিজেপির দাবি, নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা এবং তারা নিয়ম মেনেই কাজ করছে।
উল্লেখ্য, এর আগের দিন হাওড়ার ডোমজুরেও SIR শুনানির সময় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় বিতর্ক আরও তীব্র হয়েছে।






























