বৈধ নাগরিকদের নাম পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং এর মূল লক্ষ্য মহিলা ভোটাররা—এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিজেপি ও নির্বাচন কমিশনের আঁতাতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, দিল্লি থেকে কলকাঠি নেড়ে এই ষড়যন্ত্র চালানো হচ্ছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলায় নারী ভোটাররাই নির্বাচনে নির্ণায়ক শক্তি। তাই তাঁদের নাম বেছে বেছে বাদ দেওয়ার চেষ্টা চলছে। বিয়ের পর পদবি বদলকে অজুহাত করে শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে, নথি জমা নেওয়া হলেও প্রাপ্তি স্বীকারের রসিদ দেওয়া হচ্ছে না। উদ্দেশ্য একটাই—নাম কাটা।
মমতার অভিযোগ, কমিশন ভোটার তালিকা প্রকাশ না করায় সাধারণ মানুষ বুঝতেই পারছেন না তাঁদের নাম বাদ গেছে কি না। মাইক্রো অবজার্ভারদের ব্যবহার করে এই চক্রান্ত সফল করার চেষ্টা চলছে বলেও দাবি তাঁর। তিনি বলেন, লক্ষ লক্ষ বৈধ নাগরিকের নাম বেআইনিভাবে বাদ পড়ছে।
রাজ্যের প্রায় ৫৪ লক্ষ নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানান। নাম বাদ গেলে এসডিও অফিসে গিয়ে অভিযোগ জানানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি, গণহারে এসআইআর নথি উদ্ধারের ঘটনায় এফআইআর করার নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।



































