ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে ইনিউমারেশন ফর্ম জমা দিতে না পারলেও সংশ্লিষ্ট ভোটার খসড়া তালিকা প্রকাশের পর নাম তোলার সুযোগ পাবেন।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা না দিলে ভোটারকে ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর ৬ নম্বর ফর্ম ও একটি ডিক্লারেশন ফর্ম পূরণ করে আবেদন জানাতে হবে।
বিশেষ সুবিধা দেওয়া হয়েছে ২০০২ সালের এসআইআরে (Special Intensive Revision) নাম থাকা ভোটারদের। তাঁদের আগের এপিক নম্বরেই নতুন ভোটার কার্ড প্রদান করা হবে। তবে যাঁদের নাম ওই তালিকায় নেই, তাঁরা নতুন ভোটার হিসেবে গণ্য হবেন এবং নতুন এপিক নম্বর পাবেন।
কমিশন জানিয়েছে, ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ইতিমধ্যে রাজ্যজুড়ে ৬ কোটি ৮৭ লক্ষ ইনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে। দ্রুত প্রক্রিয়া সম্পন্নে জেলাভিত্তিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।































