SIR: আধার কার্ডকে ১২তম প্রামাণ্য নথি হিসাবে জুড়তে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

- আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 169
পুবের কলম ওয়েবডেস্ক: বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় (SIR) আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, শুধু পরিচয়ের প্রমাণ।
তবে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে জুড়তে বলায় এসআইআর এর নথি ১২টি হল। আগে ১১ টি নথির যেকোন একটি থাকলে নাম তোলা যেত। এখন যুক্ত হল আধার কার্ড।
আজ বিহারের (SIR) নিয়ে সুপ্রিমকোর্টে শুনানি হল। এদিন আইনজীবী কপিল সিব্বল ও গোপাল শংকরনারায়ণন আধার কার্ডকে ১২ তম নথি হিসাবে যুক্ত করার আবেদন করেন। কিন্তু কোর্ট জানিয়ে দেয়,আধার কোনওভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ১১টি নথির মধ্যে অনেকগুলোই নাগরিকত্বের পূর্ণাঙ্গ প্রমাণ, কিন্তু আধার আইনগতভাবেও নাগরিকত্ব প্রমাণ করে না। তিনি উল্লেখ করেন, জনপ্রতিনিধিত্ব আইনে আধারকে শুধুমাত্র বসবাসের প্রমাণ হিসেবে গ্রহণের সুযোগ রয়েছে।
অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদী সুপ্রিম কোর্টে স্পষ্ট জানান, আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে নাগরিকত্ব যাচাই করার অধিকার কমিশনের রয়েছে। তবে তিনি স্বীকার করেন যে আধার কেবলমাত্র বাসস্থানের প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
তবে পক্ষে বিপক্ষের আলোচনা শেষে সুপ্রিমকোর্ট কমিশনকে নির্দেশ দেয়, আধার কার্ডকে ১২ তম প্রামাণ্য নথি হিসাবে জুড়তে হবে। পরবর্তী শুনানি ১৫ সেপ্টেম্বর।