১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
SIR-এর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি বাংলায়, কলকাতায় কমিশনের বিশেষ টিমের বৈঠক শুরু
সুস্মিতা
- আপডেট : ৮ অক্টোবর ২০২৫, বুধবার
- / 329
পুবের কলম ওয়েবডেস্ক: বিহারে ভোটের দিন ঘোষণা হওয়ার পর এবার নজর বাংলায়। ভোটের আগে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) নিয়ে রাজ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের বিশেষ টিম মঙ্গলবার রাতে কলকাতায় পৌঁছায়। বুধবার সকাল থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের দপ্তরে জেলাশাসকদের সঙ্গে বৈঠক শুরু হয়।
উত্তরবঙ্গ বাদ দিয়ে প্রায় সব জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন কমিশনের কর্মকর্তারা। এরপর রাজারহাটে বিশেষ বৈঠকে বসবে কমিশনের টিম, যেখানে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম নিয়েও পৃথক বৈঠক হবে।




















































