১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
এসআইআর: কাজের চাপে ব্রেন স্টোক করে মৃত্যু বিএলও-র, অভিযোগ পরিবারের
কিবরিয়া আনসারি
- আপডেট : ৯ নভেম্বর ২০২৫, রবিবার
- / 111
পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর আতঙ্কে ইতিমধ্যে বাংলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এবার মৃত্যু হল এক বিএলও-র। অভিযোগ, কাজের চাপে মৃত্যু হয়েছে বিএলও-র। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, পূর্ব বর্ধমানের মেমারি চক বলরামপুরের ২৭৮ নম্বর বুথের বিএলও-র দায়িত্বে ছিলেন নমিতা হাঁসদা। তিনি পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। তাঁর পরিবারের দাবি, এসআইআর-এর কাজ নিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল, তাড়াতাড়ি ফর্ম বিলির জন্য বারবার বলা হচ্ছিল। এই পরিস্থিতিতে তিনি অসুস্থ হয়ে পড়েন। মৃতের স্বামী মাধব হাঁসদার বলেন, শনিবার সন্ধ্যায় ফর্ম বিলি করার পর অসুস্থ হয়ে পড়েন স্ত্রী। তারপরই তাঁর ব্রেন স্টোক হয়। কালনা মহকুমা হাসপাতালে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়।

















































