২৩ নভেম্বর ২০২৫, রবিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিহারের এসআইআর মামলা: আজ চূড়ান্ত শুনানি হবে সর্বোচ্চ আদালতে

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
  • / 433

পুবের কলম ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার বিহারের ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার বৈধতা নিয়ে দায়ের হওয়া একাধিক মামলার চূড়ান্ত শুনানি করবে। ২০২৫ সালের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া পরিচালিত হয়েছিল।

বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ আগেই নির্বাচন কমিশনের অনুরোধে শুনানি স্থগিত করেছিল। কমিশনের যুক্তি ছিল, সংশোধিত ভোটার তালিকার চূড়ান্ত সংস্করণ ১ অক্টোবর প্রকাশের পরই এই মামলাটি শোনা উচিত।

আরও পড়ুন: দলবিরোধী কার্যকলাপ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সিংকে বহিষ্কার করল বিজেপি

বর্তমানে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করেছে। চূড়ান্ত ভোটার তালিকায় ৭.৪৩ কোটি ভোটার রয়েছেন, যার মধ্যে ১৪ লক্ষ প্রথমবারের ভোটার।

আরও পড়ুন: বিহারে মুসলিম বিধায়কের সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেল!

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এবং অন্যান্যদের তরফে দায়ের করা আবেদনে এসআইআর প্রক্রিয়ার বৈধতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এডিআর-এর পক্ষে সিনিয়র আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতের কাছে আবেদন করেন, চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই মামলাটি শুনে রায় দেওয়া হোক, কারণ ভোটার অধিকার লঙ্ঘনের আশঙ্কা রয়েছে। তবে বেঞ্চ জানায়, তালিকা প্রকাশের পরও আদালত বিচারিক হস্তক্ষেপ করতে পারবে যদি কোনো বেআইনি কাজ প্রমাণিত হয়।

আরও পড়ুন: বিহারে মর্মান্তিক দুর্ঘটনা: বাড়ির ছাদ ভেঙে একই পরিবারের ৫ জনের মৃত্যু

আদালত আগেই নির্দেশ দিয়েছিল যে এসআইআর যাচাই প্রক্রিয়ায় আধার কার্ড ব্যবহার করা যাবে, তবে তা নাগরিকত্বের প্রমাণ নয়। কমিশনকে নির্দেশ দেওয়া হয়, জমা দেওয়া সব নথি যথাযথভাবে যাচাই করতে হবে।

আদালত কোনও অন্তর্বর্তী নির্দেশ না দিয়ে পূর্ণাঙ্গ রায় সংরক্ষণ করেছে। বিচারপতি সূর্যকান্ত বলেন, “আমরা পুরো প্রক্রিয়াটিকে সামগ্রিকভাবে পর্যালোচনা করব।”

এদিকে নির্বাচন কমিশন ঘোষণা করেছে, বিহার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়—৬ এবং ১১ নভেম্বর। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, এবারের নির্বাচন হবে “সবচেয়ে শান্তিপূর্ণ ও স্বচ্ছ,” আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারির আশ্বাসও দিয়েছেন তিনি।

এই নির্বাচনই হবে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধিত ভোটার তালিকা প্রকাশের পর বিহারের প্রথম বড় ভোটযুদ্ধ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারের এসআইআর মামলা: আজ চূড়ান্ত শুনানি হবে সর্বোচ্চ আদালতে

আপডেট : ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার বিহারের ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার বৈধতা নিয়ে দায়ের হওয়া একাধিক মামলার চূড়ান্ত শুনানি করবে। ২০২৫ সালের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া পরিচালিত হয়েছিল।

বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ আগেই নির্বাচন কমিশনের অনুরোধে শুনানি স্থগিত করেছিল। কমিশনের যুক্তি ছিল, সংশোধিত ভোটার তালিকার চূড়ান্ত সংস্করণ ১ অক্টোবর প্রকাশের পরই এই মামলাটি শোনা উচিত।

আরও পড়ুন: দলবিরোধী কার্যকলাপ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সিংকে বহিষ্কার করল বিজেপি

বর্তমানে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করেছে। চূড়ান্ত ভোটার তালিকায় ৭.৪৩ কোটি ভোটার রয়েছেন, যার মধ্যে ১৪ লক্ষ প্রথমবারের ভোটার।

আরও পড়ুন: বিহারে মুসলিম বিধায়কের সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেল!

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এবং অন্যান্যদের তরফে দায়ের করা আবেদনে এসআইআর প্রক্রিয়ার বৈধতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এডিআর-এর পক্ষে সিনিয়র আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতের কাছে আবেদন করেন, চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই মামলাটি শুনে রায় দেওয়া হোক, কারণ ভোটার অধিকার লঙ্ঘনের আশঙ্কা রয়েছে। তবে বেঞ্চ জানায়, তালিকা প্রকাশের পরও আদালত বিচারিক হস্তক্ষেপ করতে পারবে যদি কোনো বেআইনি কাজ প্রমাণিত হয়।

আরও পড়ুন: বিহারে মর্মান্তিক দুর্ঘটনা: বাড়ির ছাদ ভেঙে একই পরিবারের ৫ জনের মৃত্যু

আদালত আগেই নির্দেশ দিয়েছিল যে এসআইআর যাচাই প্রক্রিয়ায় আধার কার্ড ব্যবহার করা যাবে, তবে তা নাগরিকত্বের প্রমাণ নয়। কমিশনকে নির্দেশ দেওয়া হয়, জমা দেওয়া সব নথি যথাযথভাবে যাচাই করতে হবে।

আদালত কোনও অন্তর্বর্তী নির্দেশ না দিয়ে পূর্ণাঙ্গ রায় সংরক্ষণ করেছে। বিচারপতি সূর্যকান্ত বলেন, “আমরা পুরো প্রক্রিয়াটিকে সামগ্রিকভাবে পর্যালোচনা করব।”

এদিকে নির্বাচন কমিশন ঘোষণা করেছে, বিহার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়—৬ এবং ১১ নভেম্বর। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, এবারের নির্বাচন হবে “সবচেয়ে শান্তিপূর্ণ ও স্বচ্ছ,” আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারির আশ্বাসও দিয়েছেন তিনি।

এই নির্বাচনই হবে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধিত ভোটার তালিকা প্রকাশের পর বিহারের প্রথম বড় ভোটযুদ্ধ।