পুবের কলম, ওয়েবডেস্ক: একদিকে লোকসভায় বিতর্ক, অন্যদিকে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি, এসআইআর ইস্যুকে ঘিরে আজ দিল্লির রাজনৈতিক অঙ্গন পুরোপুরি উত্তপ্ত। বিরোধীদের ধারাবাহিক দাবির মুখে অবশেষে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় ‘ইলেক্টোরাল রিফর্মস’ নিয়ে আলোচনায় সম্মতি দিয়েছে। দুপুর ১২টায় এই বিতর্কের সূচনা করবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।
‘ভোট চুরি’ অভিযোগ তুলে গত কয়েক সপ্তাহে রাহুল গান্ধি একাধিকবার বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করেন। আজ লোকসভায় তিনি কোন কোন যুক্তি ও অভিযোগ পেশ করেন, তা ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ তুঙ্গে। তৃণমূল কংগ্রেসও এসআইআর ইস্যুতে আক্রমণাত্মক ভূমিকায় নামছে; দলীয় সূত্রে জানা গেছে, আলোচনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও শতাব্দী রায় বক্তব্য রাখবেন।
এদিকে সংসদের বিতর্কের পাশাপাশি বাংলায় ও বিহারে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। নোটিশ জারি হলেও, আজই প্রথম বাংলার SIR সমস্যা নিয়ে সরাসরি শুনানি হবে সর্বোচ্চ আদালতে। একই সঙ্গে কমিশনের পাল্টা হলফনামাও প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে। বিচার শেষে আদালত কী পর্যবেক্ষণ দেয়, তা নিয়ে সকল পক্ষই অপেক্ষায়।
উল্লেখ্য, ১ ডিসেম্বর শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা নির্বাচনী সংস্কার ও SIR নিয়ে আলোচনার দাবি তুলছিল। অধিবেশনের প্রথম দুই দিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধিসহ বিরোধী নেতারা সংসদের ভিতরে-বাইরে বিক্ষোভে যোগ দেন। “Stop SIR – Stop Vote Chori” লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে কংগ্রেস সাংসদরা সরব হন।
ক্রমবর্ধমান চাপের মুখে শেষ পর্যন্ত সরকার আলোচনায় সম্মত হয়েছে। এখন দেখার, আজকের লোকসভার বিতর্ক কোন দিকে মোড় নেয় এবং সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত দেয়—রাজনৈতিক মহলের নজর সেদিকেই।





























