বন্ধ হয়ে গেল স্কাইপ

- আপডেট : ৬ মে ২০২৫, মঙ্গলবার
- / 111
পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ ২২ বছর বিশ্বজুড়ে ইউজারদের সংযুক্ত করার পর ৫ মে থেকে ভিডিয়ো ও অডিয়ো কলিং সফটওয়্যার স্কাইপ চিরতরে বন্ধ হতে চলেছে। এক কালের তুমুল জনপ্রিয় এই অ্যাপ স্কাইপি বা স্কাইপ নামেও পরিচিত। ইন্টারনেটে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছিল স্কাইপ। ঘরে বসে চাকরির ইন্টারভিউ দিতে এত দিন ভরসা ছিল স্কাইপ। এ বার সেই ভিডিয়ো কলিং প্ল্যাটফর্ম বন্ধ করল মাইক্রোস।
২১ শতকের প্রথম দশকে বাজারে আসার পর হইচই ফেলে দিয়েছিল মাইক্রোসফটের এই ভিডিয়ো কলিং প্ল্যাটফর্ম। কিন্তু পরবর্তীকালে মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি আরও উন্নত একটি প্রযুক্তি নিয়ে আসে, নাম টিমস। নতুন প্রযুক্তিটি বাজারে আসার পর থেকেই স্কাইপের গুরুত্ব কম ছিল। ফলে ব্যাবসায়িক স্বার্থে ধীরে ধীরে দু’টিকে একীভূত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন সংস্থার শীর্ষকর্তারা। স্কাইপের পেইড ও ফ্রি, উভয় সংস্করণই আজ বন্ধ হতে চলেছে। তবে ব্যাবসা প্রতিষ্ঠানের জন্য ‘স্কাইপ ফর বিজনেস’ আরও কিছুদিন চালু থাকবে। ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ডেটা ডাউনলোড বা মাইগ্রেট করার সুযোগ থাকছে। এরপর স্কাইপের সব তথ্য চিরতরে মুছে দেওয়া হবে।