০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কাউরের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ মার্চ ২০২২, শনিবার
  • / 70

পুবের কলম ওয়েবডেস্কঃ স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কাউরের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল ভারত। নিউজিল্যান্ডে আয়োজিত হচ্ছে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর ফের সরণিতে ফিরলেন ভারতের মেয়েরা। সেডন পার্কে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান তোলে।

ওপেনিং নেমে ব্যাটে ঝড় তোলেন স্মৃতি মান্ধানা। ১১৯ বলে ১২৩ রান করেন স্মৃতি। তার ইনিংস ছিল ১৩ টি চার ও ২টি ছক্কায় সাজানো। অন্যদিকে হরমনপ্রীত কাউরও এদিন ছিলেন বিধ্বংসী মেজাজে। ১০৭ বলে ১০৯ রানের ঝকঝকে ইনিংস খেললেন তিনি। দুই ভারতীয় মহিলা ব্যাটারের সেঞ্চুরিতে ভারত ৩১৭ রান তুলল। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি দেন্দ্রা ডটিন ও হেইলে ম্যাথুজ দুর্দান্ত শুরু করলেও স্নেহ রানার দুর্দান্ত বোলিং তাদের বেশিদূর এগোতে দেয়নি ওপেনিং জুটি ভেঙে যাবার পরেই ওয়েস্ট ইন্ডিজ তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। শেষ পর্যন্ত ৪০.৩ ওভারে মাত্র ১৬২ রানে শেষ হল ক্যারিবিয়ান মহিলাদের ইনিংস। ১৫৫ রানে জিতে চলতি বিশ্বকাপে ভালো স্থায়ী রইল মিতালি রাজ এর ভারত।

আরও পড়ুন: ঐতিহাসিক সিরিজ জয় হরমনপ্রীতদের 

আরও পড়ুন: ক্যারিবিয়ানদের দুরমুশ করে হোয়াইটওয়াশ করল রোহিতের ভারত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কাউরের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের

আপডেট : ১২ মার্চ ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কাউরের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল ভারত। নিউজিল্যান্ডে আয়োজিত হচ্ছে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর ফের সরণিতে ফিরলেন ভারতের মেয়েরা। সেডন পার্কে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান তোলে।

ওপেনিং নেমে ব্যাটে ঝড় তোলেন স্মৃতি মান্ধানা। ১১৯ বলে ১২৩ রান করেন স্মৃতি। তার ইনিংস ছিল ১৩ টি চার ও ২টি ছক্কায় সাজানো। অন্যদিকে হরমনপ্রীত কাউরও এদিন ছিলেন বিধ্বংসী মেজাজে। ১০৭ বলে ১০৯ রানের ঝকঝকে ইনিংস খেললেন তিনি। দুই ভারতীয় মহিলা ব্যাটারের সেঞ্চুরিতে ভারত ৩১৭ রান তুলল। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি দেন্দ্রা ডটিন ও হেইলে ম্যাথুজ দুর্দান্ত শুরু করলেও স্নেহ রানার দুর্দান্ত বোলিং তাদের বেশিদূর এগোতে দেয়নি ওপেনিং জুটি ভেঙে যাবার পরেই ওয়েস্ট ইন্ডিজ তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। শেষ পর্যন্ত ৪০.৩ ওভারে মাত্র ১৬২ রানে শেষ হল ক্যারিবিয়ান মহিলাদের ইনিংস। ১৫৫ রানে জিতে চলতি বিশ্বকাপে ভালো স্থায়ী রইল মিতালি রাজ এর ভারত।

আরও পড়ুন: ঐতিহাসিক সিরিজ জয় হরমনপ্রীতদের 

আরও পড়ুন: ক্যারিবিয়ানদের দুরমুশ করে হোয়াইটওয়াশ করল রোহিতের ভারত