০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে সাপ ! বনকর্মীদের চেষ্টায় উদ্ধার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ অক্টোবর ২০২২, শনিবার
  • / 48

পুবের কলম, ওয়েবডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ি থেকে উদ্ধার হল সাপ। নাম চেকার্ড কিলব্যাক। ৫ ফুট দৈর্ঘ্য এই সাপকে ঘিরে আতঙ্ক তৈরি হয়। পরে বনকর্মীদের চেষ্টা উদ্ধার হয় সাপ।

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে সাপটিকে প্রথম দেখতে পায়, তার বাড়ির নিরাপত্তীরক্ষীরা। তারা বনকর্মীকে খবর দেয়। ঘণ্টাখানেকের চেষ্টায় অবশেষে তাকে উদ্ধার করা হয়। বনবিভাগের এক এনজিও-র সাহায্য নেওয়া হয়। সাপটিকে উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় কর্মীদের। শেষে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কর্মরত এনজিও সংস্থাকে ডেকে সমস্যার সমাধান করা হয়। তারাই এসে সাপটিকে উদ্ধার করেন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড থেকে পাচার হওয়া ২৬ জন নাবালক উদ্ধার হায়দরাবাদে, ধৃত ৮

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ি থেকে ৫ ফুট লম্বা একটি চেকার্ড কিলব্যাক সাপ, এশিয়াটিক ওয়াটার স্নেক বা জলঢোড়া সাপ উদ্ধার করা হয়। গার্ডরুমে কাঠের দুটি প্যানেলের মাঝখানে ঢুকে বসেছিল সাপটি। নিরাপত্তারক্ষীরা দেখতে পেয়েই কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। তারাই প্রথমে সাপটিকে বের করার চেষ্টা করেন। তবে সে কিছুতেই বের হতে চায় না।

আরও পড়ুন: ওষুধের দোকানের আলমারিতে গোসাপ, উদ্ধার করলেন বন কর্মীরা

বেগতিক দেখে ওয়াইল্ডলাইফ এসওএস নামক এনজিও সংস্থার হেল্পলাইন নম্বরে ফোন করা হয়, তাদের কর্মীরাই সাপটিকে উদ্ধার করে। ওই সংস্থার দুই কর্মী যাবতীয় সরঞ্জাম নিয়ে উপস্থিত হন এবং আধ ঘণ্টার চেষ্টায় গার্ড রুম থেকে উদ্ধার করা হয় সাপটিকে।
উল্লেখ্য, চেকার্ড কিলব্যাক বা জলঢোড়া সাপ সাধারণত নদী, পুকুর, ড্রেন, কৃষিজমি বা কুয়োতেই পাওয়া যায়। বিষাক্ত নয় এই সাপ, তবে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন ১৯৭২-র অধীনে এই প্রজাতির সাপকে সংরক্ষিত বলেই ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালক, খুশি পরিবার

ওয়াইল্ডলাইফ এসওএস এনজিও-র প্রতিষ্ঠাতা ও সিইও কার্তিক সত্যনারায়ণ জানিয়েছেন, কৃতজ্ঞ যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তারক্ষীরা ওই সাপটিকে উদ্ধারের জন্য আমাদের ফোন করেছিলেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে সাপ ! বনকর্মীদের চেষ্টায় উদ্ধার

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ি থেকে উদ্ধার হল সাপ। নাম চেকার্ড কিলব্যাক। ৫ ফুট দৈর্ঘ্য এই সাপকে ঘিরে আতঙ্ক তৈরি হয়। পরে বনকর্মীদের চেষ্টা উদ্ধার হয় সাপ।

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে সাপটিকে প্রথম দেখতে পায়, তার বাড়ির নিরাপত্তীরক্ষীরা। তারা বনকর্মীকে খবর দেয়। ঘণ্টাখানেকের চেষ্টায় অবশেষে তাকে উদ্ধার করা হয়। বনবিভাগের এক এনজিও-র সাহায্য নেওয়া হয়। সাপটিকে উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় কর্মীদের। শেষে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কর্মরত এনজিও সংস্থাকে ডেকে সমস্যার সমাধান করা হয়। তারাই এসে সাপটিকে উদ্ধার করেন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড থেকে পাচার হওয়া ২৬ জন নাবালক উদ্ধার হায়দরাবাদে, ধৃত ৮

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ি থেকে ৫ ফুট লম্বা একটি চেকার্ড কিলব্যাক সাপ, এশিয়াটিক ওয়াটার স্নেক বা জলঢোড়া সাপ উদ্ধার করা হয়। গার্ডরুমে কাঠের দুটি প্যানেলের মাঝখানে ঢুকে বসেছিল সাপটি। নিরাপত্তারক্ষীরা দেখতে পেয়েই কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। তারাই প্রথমে সাপটিকে বের করার চেষ্টা করেন। তবে সে কিছুতেই বের হতে চায় না।

আরও পড়ুন: ওষুধের দোকানের আলমারিতে গোসাপ, উদ্ধার করলেন বন কর্মীরা

বেগতিক দেখে ওয়াইল্ডলাইফ এসওএস নামক এনজিও সংস্থার হেল্পলাইন নম্বরে ফোন করা হয়, তাদের কর্মীরাই সাপটিকে উদ্ধার করে। ওই সংস্থার দুই কর্মী যাবতীয় সরঞ্জাম নিয়ে উপস্থিত হন এবং আধ ঘণ্টার চেষ্টায় গার্ড রুম থেকে উদ্ধার করা হয় সাপটিকে।
উল্লেখ্য, চেকার্ড কিলব্যাক বা জলঢোড়া সাপ সাধারণত নদী, পুকুর, ড্রেন, কৃষিজমি বা কুয়োতেই পাওয়া যায়। বিষাক্ত নয় এই সাপ, তবে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন ১৯৭২-র অধীনে এই প্রজাতির সাপকে সংরক্ষিত বলেই ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: জয়নগর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার নাবালক, খুশি পরিবার

ওয়াইল্ডলাইফ এসওএস এনজিও-র প্রতিষ্ঠাতা ও সিইও কার্তিক সত্যনারায়ণ জানিয়েছেন, কৃতজ্ঞ যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তারক্ষীরা ওই সাপটিকে উদ্ধারের জন্য আমাদের ফোন করেছিলেন।