জারি তদন্ত
নিজের রাইফেলের গুলিতে মৃত জওয়ান, আত্মহত্যা নাকি অন্যকিছু…
- আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
- / 293
পুবের কলম,ওয়েবডেস্ক: নিজের রাইফেলেই গুলিবিদ্ধ সেনা জওয়ান। আত্মহত্যা নাকি ও অন্যকিছু ঘনীভূত হচ্ছে রহস্য। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে। তবে অসাবধান বশত ঘটনা ঘটার তথ্যও উড়িয়ে দিচ্ছেনা সহকর্মীরা। ইতিমধ্যেই শুরু করেছে তদন্ত।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসের অন্তর্গত মৃত জওয়ান সোলাকি নামে একতি গ্রামে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রাজৌরি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরত্বে অবস্থিত গ্রামটি। এদিন তার ক্যাম্পের ভিতর থেকেই গুলির আওয়াজ শোনা যায়। শব্দ শুনেই তড়িঘড়ি সেই জায়গায় পৌঁছায় অন্যান্য জওয়ানরা।
এসে রক্তাক্ত অবস্থায় ওই জওয়ানকে মেঝেতে পড়ে থাকতে দেখেন তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । কিন্তু গুলিটি ভুলবশত চলে গিয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, তা এখনও অজানা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি।











































