০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ডাইনি সন্দেহে নিজের মাকে খুন করল ছেলে, গ্রেফতার অভিযুক্ত
কিবরিয়া আনসারি
- আপডেট : ৩ নভেম্বর ২০২৫, সোমবার
- / 106
পুবের কলম, ওয়েবডেস্ক: ডাইনি সন্দেহে নিজের মাকে খুন করল একচল্লিশ বছর বসয়ী ছেলে। অভিয়োগ, ৭০ বছরের মুনি সোরেনের নামের বৃদ্ধাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে দুমকায়। ইতিমধ্যে গুণধর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ২৮ অক্টোবর সত্তর বছরের মুনি সোরেনকে ডাইনি সন্দেহে কুপিয়ে খুন করেছে তাঁর নিজের ছেলে। মুনি সোরেনের মৃত্যুর পরে পুলিশের কাছে ভাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন তাঁর মেয়ে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আগেও ওই মহিলাকে খুনের চেষ্টা করে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ‘নিজের ১৮ বছর বয়সী মেয়ের মৃত্যুর জন্য মুনি সোরেনকে দায়ি করে অভিযুক্ত। একারণেই নিজের মাকে খুন করে অভিযুক্ত।





































