এস এস সির দাগী শিক্ষকদের তালিকায় ভাঙড়ের এক বিজেপি নেতার ছেলে

- আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 81
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : এস এস সির ‘দাগি’ শিক্ষকদের তালিকায় এবার ভাঙড়ের এক বিজেপি নেতার ছেলে। এসএস সির তরফে ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে এক বিজেপি নেতার ছেলের। আর এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে।
ভাঙড় ১ নম্বর ব্লকের নারায়ণপুর হাইস্কুলের বাংলা বিভাগের সহ শিক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন অতনু মণ্ডল। তিনি সম্পর্কে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি অবনী মণ্ডলের ছেলে। সম্প্রতি এসএস সির তরফে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় দফার তালিকায় ২০০ নম্বরে নাম রয়েছে শিক্ষক অতনু মণ্ডলের। জানা গিয়েছে, ২০১৯ সালের পয়লা ফেব্রুয়ারি থেকে তিনি ওই স্কুলেই কর্মরত। বাংলার সহ শিক্ষক তিনি।
কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল অতনু মণ্ডলের। সুপ্রিম কোর্টে মামলা শুরু হয়। সুপ্রিম কোর্ট মাসিক বেতন দেওয়ার নির্দেশ দিয়েছিল চাকরিহারাদের। তবে আদালতের নির্দেশের পর অতনু আর স্কুলে যাননি বলে খবর। এবার দাগিদের তালিকায় তাঁর নাম প্রকাশিত হয়েছে। এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়।
বিজেপি নেতার ছেলে টাকা দিয়ে চাকরি পেয়েছেন। সেই বিষয়ে চলছে জোর চর্চা। বাবা অবনী মণ্ডল তথা বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি দাগিদের তালিকায় ছেলের নাম থাকার বিষয় মানতে রাজি নন। তিনি বলেন, আমার ছেলে বরাবরই পড়াশুনায় ভালো। যথেষ্ট প্রতিভাবান। কতটা ভালো পড়াশুনো করান এবং স্কুলের শিক্ষক হিসেবে কেমন, তা ছাত্র ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই জানেন।
তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এই বিষয়ে কটাক্ষ করে বলেন, যারা কথায় কথায় তৃণমূল নেতাদের দিকে আঙুল তোলে, তাদের বাড়ির ছেলেদেরই চাকরি চলে যাচ্ছে। সিপিআইএম নেতা তুষার ঘোষ বলেন, খোলা বাজারে চাকরি বিক্রি হয়েছে। যারা টাকা দিতে পেরেছেন, তাঁরা কিনে নিয়েছেন।
বিজেপি-তৃণমূল সকলেই আছে সেই দলে। আর অবনী মণ্ডলের ছেলেও খুব সম্ভবত সেভাবেই চাকরি পেয়েছেন। তাদের দলের নেতার ছেলের নাম দাগি-দের তালিকায় থাকায় অস্বস্তিতে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। তবে এ ব্যাপারে তাঁরা কোনো মন্তব্য করতে রাজী হয়নি।