সোনমের মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে স্ত্রী

- আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 358
দ্রৌপদী, মোদিকেও চিঠি
পুবের কলম ওয়েবডেস্ক : লাদাখের ধৃত সমাজকর্মী সোনম ওয়াংচুককে মুক্তির আর্জি জানিয়ে তাঁর স্ত্রী গীতাঞ্জলি আঙ্গমো সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলেন। লাদাখে বিক্ষোভ প্রতিবাদের জেরে গত ২৬ সেপ্টেম্বর সোনমকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। সোনমকে এখন রাজস্থানের যোধপুরে রাখা হয়েছে।
গীতাঞ্জলির আইনজীবী সর্বম ঋতম খারে সোনমের গ্রেফতারি চ্যালেঞ্জ করে অবিলম্বে তাঁর মুক্তির দাবি করেছেন। গীতাঞ্জলি অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে স্বামীর যোগাযোগের কোনও ব্যবস্থা করা হয়নি এখনও পর্যন্ত। গীতাঞ্জলি ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বামীর মুক্তির আর্জি জানিয়ে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, তাঁর স্বামী গত চার বছর ধরে লাদাখের সাধারণ মানুষের স্বার্থে কাজ করছেন বলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে।
গীতাঞ্জলি লিখেছেন, যে মানুষটা কাউকে কখনও ভয় পর্যন্ত দেখাননি, শুধু সমাজসেবা করতে ভালোবাসে, যিনি চিরকাল ভারতীয় সেনাদের সমর্থনে বীরের মতো দাঁড়িয়েছেন, তাঁকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা অন্যায়। সোনম লাদাখকে পৃথক রাজ্যের মর্যাদা দান এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের মর্যাদা দান দাবি করে আন্দোলন করেছিলেন। বিক্ষোভ এর সময়ে উত্তেজনা থেকে সংঘাতের কারণে ৪ জনের মৃত্যু হয়। এরপরই সোনমকে গ্রেফতার করা হয়। লাদাখ প্রশাসন অবশ্য সোনমের বিরুদ্ধে অনর্থক হয়রানির অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
I have sought relief from the SUPREME COURT OF INDIA through a HABEAS CORPUS petition against @Wangchuk66’s detention.
It is one week today. Still I have no information about Sonam Wangchuk’s health, the condition he is in nor the grounds of detention. pic.twitter.com/P4EPzO630A— Gitanjali J Angmo (@GitanjaliAngmo) October 3, 2025