০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সোনমের মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে স্ত্রী

সুস্মিতা
  • আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার
  • / 358

দ্রৌপদী, মোদিকেও চিঠি

পুবের কলম ওয়েবডেস্ক : লাদাখের ধৃত সমাজকর্মী সোনম ওয়াংচুককে মুক্তির আর্জি জানিয়ে তাঁর স্ত্রী গীতাঞ্জলি আঙ্গমো সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলেন। লাদাখে বিক্ষোভ প্রতিবাদের জেরে গত ২৬ সেপ্টেম্বর সোনমকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। সোনমকে এখন রাজস্থানের যোধপুরে রাখা হয়েছে।

গীতাঞ্জলির আইনজীবী সর্বম ঋতম খারে সোনমের গ্রেফতারি চ্যালেঞ্জ করে অবিলম্বে তাঁর মুক্তির দাবি করেছেন। গীতাঞ্জলি অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে স্বামীর যোগাযোগের কোনও ব্যবস্থা করা হয়নি এখনও পর্যন্ত। গীতাঞ্জলি ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বামীর মুক্তির আর্জি জানিয়ে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, তাঁর স্বামী গত চার বছর ধরে লাদাখের সাধারণ মানুষের স্বার্থে কাজ করছেন বলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

গীতাঞ্জলি লিখেছেন, যে মানুষটা কাউকে কখনও ভয় পর্যন্ত দেখাননি, শুধু সমাজসেবা করতে ভালোবাসে, যিনি চিরকাল ভারতীয় সেনাদের সমর্থনে বীরের মতো দাঁড়িয়েছেন, তাঁকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা অন্যায়। সোনম লাদাখকে পৃথক রাজ্যের মর্যাদা দান এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের মর্যাদা দান দাবি করে আন্দোলন করেছিলেন। বিক্ষোভ এর সময়ে উত্তেজনা থেকে সংঘাতের কারণে ৪ জনের মৃত্যু হয়। এরপরই সোনমকে গ্রেফতার করা হয়। লাদাখ প্রশাসন অবশ্য সোনমের বিরুদ্ধে অনর্থক হয়রানির অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন: ধর্মান্তরণ বিরোধী আইন, ৫ রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

 

আরও পড়ুন: Bihar SIR-এ কোনও অসঙ্গতি পেলেই, পুরো প্রক্রিয়া বাতিল হবে: Supreme Court

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোনমের মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে স্ত্রী

আপডেট : ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার

দ্রৌপদী, মোদিকেও চিঠি

পুবের কলম ওয়েবডেস্ক : লাদাখের ধৃত সমাজকর্মী সোনম ওয়াংচুককে মুক্তির আর্জি জানিয়ে তাঁর স্ত্রী গীতাঞ্জলি আঙ্গমো সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলেন। লাদাখে বিক্ষোভ প্রতিবাদের জেরে গত ২৬ সেপ্টেম্বর সোনমকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। সোনমকে এখন রাজস্থানের যোধপুরে রাখা হয়েছে।

গীতাঞ্জলির আইনজীবী সর্বম ঋতম খারে সোনমের গ্রেফতারি চ্যালেঞ্জ করে অবিলম্বে তাঁর মুক্তির দাবি করেছেন। গীতাঞ্জলি অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে স্বামীর যোগাযোগের কোনও ব্যবস্থা করা হয়নি এখনও পর্যন্ত। গীতাঞ্জলি ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বামীর মুক্তির আর্জি জানিয়ে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, তাঁর স্বামী গত চার বছর ধরে লাদাখের সাধারণ মানুষের স্বার্থে কাজ করছেন বলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

গীতাঞ্জলি লিখেছেন, যে মানুষটা কাউকে কখনও ভয় পর্যন্ত দেখাননি, শুধু সমাজসেবা করতে ভালোবাসে, যিনি চিরকাল ভারতীয় সেনাদের সমর্থনে বীরের মতো দাঁড়িয়েছেন, তাঁকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা অন্যায়। সোনম লাদাখকে পৃথক রাজ্যের মর্যাদা দান এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের মর্যাদা দান দাবি করে আন্দোলন করেছিলেন। বিক্ষোভ এর সময়ে উত্তেজনা থেকে সংঘাতের কারণে ৪ জনের মৃত্যু হয়। এরপরই সোনমকে গ্রেফতার করা হয়। লাদাখ প্রশাসন অবশ্য সোনমের বিরুদ্ধে অনর্থক হয়রানির অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন: ধর্মান্তরণ বিরোধী আইন, ৫ রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

 

আরও পড়ুন: Bihar SIR-এ কোনও অসঙ্গতি পেলেই, পুরো প্রক্রিয়া বাতিল হবে: Supreme Court