১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মদ, মাদক, বন্দুক সম্পর্কিত গান বাজানো যাবে না এফএম রেডিওতে, নির্দেশিকা কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের

পুবের কলম, ওয়েবডেস্ক: মদ, মাদক, বন্দুক সম্পর্কিত গান বাজানো যাবে না এফএম রেডিওতে, চ্যানেলগুলিকে নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্র সরকারের তথ্য ও সংস্কৃ্তি দফতরের নির্দেশ অনুযায়ী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, চ্যানেলগুলিতে মাদক প্রচারকারী গান বা এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য কনটেন্ট, মাদক, অস্ত্র, গ্যাংস্টার সম্পর্কিত গান সম্প্রচার করা যাবে না। পঞ্জাবে এই ধরনের গান নিষিদ্ধ হওয়ার দু সপ্তাহ পরে এই নির্দেশ দিল কেন্দ্র সরকার। এই নির্দেশিকা জানাতে গিয়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বক্তব্য তুলে ধরে তথ্য ও সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এই ধরনের গান শিশুদের প্রভাবিত করে, বন্দুক সংস্কৃতির জন্ম দেয়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ‘নির্ধারিত শর্তাবলী কঠোরভাবে মেনে চলতে হবে। এখন থেকে মদ, ড্রাগস, বন্দুক সহ অসামাজিক কর্মকান্ডের প্রচারকারী কোনও কনটেন্ট সম্প্রচার করা যাবে না।

আরও পড়ুন: তামিলনাড়ুর এফএম রেডিওতে হিন্দি সম্প্রচারে ক্ষুব্ধ শ্রোতারা

মন্ত্রক আরও বলেছে, এই ধরনের বিষয়বস্তু অল ইন্ডিয়া রেডিও’র প্রোগ্রাম কোডের নিয়ম লঙ্ঘন করে। সরকার তাদের অ্যাডভাইজরিতে আরও বলেছে যে, গ্রান্ট অফ পারমিশন এগ্রিমেন্ট ( গোপা) এবং মাইগ্রেশন গ্রান্ট অফ পারমিশন এগ্রিমেন্ট (এমজিওপিএ) -এ বর্ণিত শর্তাবলী লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বারুইপুর থেকে উদ্ধার ৩৫ কেজি গাঁজা, ধৃত তিন

কিছু এফএম চ্যানেলকে ক্রমাগত মদ, ড্রাগস, হাতিয়ার, গ্যাংস্টার বা বন্দুক ইত্যাদির সঙ্গে সম্পর্কিত গান বা কনটেন্ট প্রমোট করতে দেখার পরে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
উল্লেখ্য এর আগে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জানিয়েছিল যে, এই জাতীয় কনটেন্ট কম বয়সী শিশুদের প্রভাবিত করে এবং অসামাজিক কর্যকলাপ সংগঠিত করতে সাহায্য করে।
অ্যাডভাইজরিতে বলা হয়েছে যে, এই জাতীয় কনটেন্ট আকাশবাণীর উদ্দেশ্যকে নষ্ট করে। তাই কেন্দ্রীয় সরকার সম্প্রচার নিষিদ্ধ করার জন্য বিধিনিষেধ আরোপ করছে।

আরও পড়ুন: গরমে হাঁসফাঁস দিল্লিতে! তাপমাত্রা ৪৩ ডিগ্রি হওয়ায় স্কুলগুলিতে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

৩০ নভেম্বর একটি পরামর্শে তথ্য ও সম্প্রচার মন্ত্রক, বেসরকারি এফএম চ্যানেলগুলিকে লাইসেন্স প্রদান করে বলেছে কিছু এফএম রেডিও চ্যানেল গান, এমন সম্প্রচার সামগ্রী চালাচ্ছে যা অ্যালকোহল/মাদক/অস্ত্র/গ্যাংস্টার/বন্দুক সংস্কৃতি আকাশবাণীর প্রোগ্রামকে লঙ্ঘন করে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, আকাশবাণী যে নির্দেশিকা অনুসরণ করে, সেই নির্দেশিকাই অনুসরণ করতে হবে। গত ১৩ নভেম্বর পঞ্জাব সরকার রাজ্যের ডিজি, জেলাশাসক, কমিশনার এবং পুলিশ সুপারের কাছে একটি চিঠি দিয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং অস্ত্রের সম্পর্কিত গান নিষিদ্ধ করার নির্দেশ দেয়।

সর্বধিক পাঠিত

হঠাৎ ইসরায়েল-জার্মানির নতুন প্রতিরক্ষা চুক্তি, কারণ কী?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মদ, মাদক, বন্দুক সম্পর্কিত গান বাজানো যাবে না এফএম রেডিওতে, নির্দেশিকা কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের

আপডেট : ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মদ, মাদক, বন্দুক সম্পর্কিত গান বাজানো যাবে না এফএম রেডিওতে, চ্যানেলগুলিকে নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্র সরকারের তথ্য ও সংস্কৃ্তি দফতরের নির্দেশ অনুযায়ী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, চ্যানেলগুলিতে মাদক প্রচারকারী গান বা এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য কনটেন্ট, মাদক, অস্ত্র, গ্যাংস্টার সম্পর্কিত গান সম্প্রচার করা যাবে না। পঞ্জাবে এই ধরনের গান নিষিদ্ধ হওয়ার দু সপ্তাহ পরে এই নির্দেশ দিল কেন্দ্র সরকার। এই নির্দেশিকা জানাতে গিয়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বক্তব্য তুলে ধরে তথ্য ও সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এই ধরনের গান শিশুদের প্রভাবিত করে, বন্দুক সংস্কৃতির জন্ম দেয়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ‘নির্ধারিত শর্তাবলী কঠোরভাবে মেনে চলতে হবে। এখন থেকে মদ, ড্রাগস, বন্দুক সহ অসামাজিক কর্মকান্ডের প্রচারকারী কোনও কনটেন্ট সম্প্রচার করা যাবে না।

আরও পড়ুন: তামিলনাড়ুর এফএম রেডিওতে হিন্দি সম্প্রচারে ক্ষুব্ধ শ্রোতারা

মন্ত্রক আরও বলেছে, এই ধরনের বিষয়বস্তু অল ইন্ডিয়া রেডিও’র প্রোগ্রাম কোডের নিয়ম লঙ্ঘন করে। সরকার তাদের অ্যাডভাইজরিতে আরও বলেছে যে, গ্রান্ট অফ পারমিশন এগ্রিমেন্ট ( গোপা) এবং মাইগ্রেশন গ্রান্ট অফ পারমিশন এগ্রিমেন্ট (এমজিওপিএ) -এ বর্ণিত শর্তাবলী লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বারুইপুর থেকে উদ্ধার ৩৫ কেজি গাঁজা, ধৃত তিন

কিছু এফএম চ্যানেলকে ক্রমাগত মদ, ড্রাগস, হাতিয়ার, গ্যাংস্টার বা বন্দুক ইত্যাদির সঙ্গে সম্পর্কিত গান বা কনটেন্ট প্রমোট করতে দেখার পরে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
উল্লেখ্য এর আগে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জানিয়েছিল যে, এই জাতীয় কনটেন্ট কম বয়সী শিশুদের প্রভাবিত করে এবং অসামাজিক কর্যকলাপ সংগঠিত করতে সাহায্য করে।
অ্যাডভাইজরিতে বলা হয়েছে যে, এই জাতীয় কনটেন্ট আকাশবাণীর উদ্দেশ্যকে নষ্ট করে। তাই কেন্দ্রীয় সরকার সম্প্রচার নিষিদ্ধ করার জন্য বিধিনিষেধ আরোপ করছে।

আরও পড়ুন: গরমে হাঁসফাঁস দিল্লিতে! তাপমাত্রা ৪৩ ডিগ্রি হওয়ায় স্কুলগুলিতে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

৩০ নভেম্বর একটি পরামর্শে তথ্য ও সম্প্রচার মন্ত্রক, বেসরকারি এফএম চ্যানেলগুলিকে লাইসেন্স প্রদান করে বলেছে কিছু এফএম রেডিও চ্যানেল গান, এমন সম্প্রচার সামগ্রী চালাচ্ছে যা অ্যালকোহল/মাদক/অস্ত্র/গ্যাংস্টার/বন্দুক সংস্কৃতি আকাশবাণীর প্রোগ্রামকে লঙ্ঘন করে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, আকাশবাণী যে নির্দেশিকা অনুসরণ করে, সেই নির্দেশিকাই অনুসরণ করতে হবে। গত ১৩ নভেম্বর পঞ্জাব সরকার রাজ্যের ডিজি, জেলাশাসক, কমিশনার এবং পুলিশ সুপারের কাছে একটি চিঠি দিয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং অস্ত্রের সম্পর্কিত গান নিষিদ্ধ করার নির্দেশ দেয়।