বর্ষাকালীন অধিবেশন: ১৫ জুলাই জরুরি বৈঠক ডাকলেন কংগ্রেস নেত্রী সোনিয়া
- আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার
- / 105
পুবের কলম,ওয়েবডেস্ক: সংসদের বর্ষাকালীন অধিবেশনের জন্য রণনীতি ঠিক করতে আগামী ১৫ জুলাই জরুরি বৈঠক ডাকলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। বলা বাহুল্য, বিহারে চলমান ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সমীক্ষাকে কেন্দ্র করে এমনিতেই সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, কংগ্রেস পহেলগাঁও হামলা, অপারেশন সিন্দুর সহ বহু বিষয়ে সুর চড়াবেন বলেও আনুমান করা হচ্ছে। এদিনের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধি সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সোনিয়া গান্ধির সভাপতিত্বে তাঁর ১০, জনপথ বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বলা বাহুল্য, আগামী ২১ জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে। চলবে ২১ আগস্ট পর্যন্ত। মাঝে স্বাধীনতা দিবস থাকায় ১৪, ১৫ তে অধিবেশন বসবে না বলেই জানা গেছে। যদিও ১২ আগস্ট অধিবেশন শেষ হওয়ার কথা ছিল। তবে সঙ্গত কারণে তা এক সপ্তাহ পিছানো হয়।





























