০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাহুলের ভারত জোড়োয় এবার কমল হাসান !

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 129

পুবের কলম ওয়েব ডেস্কঃ ভারত জোড়ো যাত্রায় এ বার রাহুলের পাশে দেখা যেতে পারে দক্ষিণ তারকা অভিনেতা কমল হাসানকে। আগামী সপ্তাহেই দিল্লিতে প্রবেশ করবে এই যাত্রা। সেখানেই তাঁকে হাঁটতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। আগামী সপ্তাহের ২৪ তারিখ রাজধানী দিল্লিতে প্রবেশ করবে ভারত জোড়ো যাত্রা। সে দিনই মাক্কাল নীদি মাইয়ামের প্রধান কমল হাসান অংশ নেবেন।

 

আরও পড়ুন: অস্কার ক্লাসে আমন্ত্রিত কমল হাসান, চলচ্চিত্র কিংবদন্তিকে শুভেচ্ছা কল্যাণের

কংগ্রেস সূত্রে খবর, ২৪ ডিসেম্বর দিল্লিতে প্রবেশ করে ৮ দিনের বিরতি নেওয়ার পর ভারত জোড়ো যাত্রা প্রবেশ করবে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। তার পর হরিয়ানা, পঞ্জাব হয়ে তা প্রবেশ করবে জম্মু-কাশ্মীরে।

আরও পড়ুন: প্রয়াত ‘ভারত কুমার’ Manoj Kumar, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর

 

আরও পড়ুন: প্রাণনাশের হুমকি নিয়ে মুখ খুললেন ভাইজান, ভাগ্যে যা লেখা আছে তাই হবে

বুধবার রাজস্থানের সোয়াই মাধোপুরে রাহুলের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নরকে। যাত্রায় হেঁটেছেন সমাজকর্মী মেধা পাটেকর , স্বঘোষিত ধর্মগুরু নামদেভ দাস ত্যাগী ওরফে কম্পিউটার বাবা । এছাড়াও অভিনেতা স্বরা ভাস্কর , অমল পালেকর , রিয়া সেন , বক্সার বিজেন্দ্র সিংকে রাহুল গান্ধির সঙ্গে পদযাত্রায় অংশ নিতে দেখা গিয়েছে।

 

গত বুধবার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন রাহুল গান্ধির পাশে হেঁটেছিলেন। শুক্রবারই এই যাত্রা ১০০ দিন পূর্ণ করেছে। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত কেরল, কর্নাটক, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থান পরিক্রমা করেছে রাহুলের যাত্রা। ভারত জোড়োর একশোতম দিনে  সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তাতে সঙ্গীত পরিবেশন করেন সুনিধি চৌহান।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাহুলের ভারত জোড়োয় এবার কমল হাসান !

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ভারত জোড়ো যাত্রায় এ বার রাহুলের পাশে দেখা যেতে পারে দক্ষিণ তারকা অভিনেতা কমল হাসানকে। আগামী সপ্তাহেই দিল্লিতে প্রবেশ করবে এই যাত্রা। সেখানেই তাঁকে হাঁটতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। আগামী সপ্তাহের ২৪ তারিখ রাজধানী দিল্লিতে প্রবেশ করবে ভারত জোড়ো যাত্রা। সে দিনই মাক্কাল নীদি মাইয়ামের প্রধান কমল হাসান অংশ নেবেন।

 

আরও পড়ুন: অস্কার ক্লাসে আমন্ত্রিত কমল হাসান, চলচ্চিত্র কিংবদন্তিকে শুভেচ্ছা কল্যাণের

কংগ্রেস সূত্রে খবর, ২৪ ডিসেম্বর দিল্লিতে প্রবেশ করে ৮ দিনের বিরতি নেওয়ার পর ভারত জোড়ো যাত্রা প্রবেশ করবে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। তার পর হরিয়ানা, পঞ্জাব হয়ে তা প্রবেশ করবে জম্মু-কাশ্মীরে।

আরও পড়ুন: প্রয়াত ‘ভারত কুমার’ Manoj Kumar, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর

 

আরও পড়ুন: প্রাণনাশের হুমকি নিয়ে মুখ খুললেন ভাইজান, ভাগ্যে যা লেখা আছে তাই হবে

বুধবার রাজস্থানের সোয়াই মাধোপুরে রাহুলের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নরকে। যাত্রায় হেঁটেছেন সমাজকর্মী মেধা পাটেকর , স্বঘোষিত ধর্মগুরু নামদেভ দাস ত্যাগী ওরফে কম্পিউটার বাবা । এছাড়াও অভিনেতা স্বরা ভাস্কর , অমল পালেকর , রিয়া সেন , বক্সার বিজেন্দ্র সিংকে রাহুল গান্ধির সঙ্গে পদযাত্রায় অংশ নিতে দেখা গিয়েছে।

 

গত বুধবার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন রাহুল গান্ধির পাশে হেঁটেছিলেন। শুক্রবারই এই যাত্রা ১০০ দিন পূর্ণ করেছে। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত কেরল, কর্নাটক, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থান পরিক্রমা করেছে রাহুলের যাত্রা। ভারত জোড়োর একশোতম দিনে  সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তাতে সঙ্গীত পরিবেশন করেন সুনিধি চৌহান।