১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার থেকে খুলতে পারে সাউথ ক্যালকাটা ল’ কলেজ, আজ রাতেই নোটিশ

আবুল খায়ের
  • আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 82

পুবের কলম, ওয়েব ডেস্কঃ দিন কয়েক আগে কলেজেরই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই নক্কারজনক ঘটনা ঘিরে এখনও তোলপাড় পরিস্থিতি রাজ্যে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কসবার ল’ কলেজ। সম্ভবত সোমবারই শুরু হতে পারে পঠনপাঠন। আলিপুর আদালতে এমনই জানালেন আইনজীবী। তবে বন্ধ থাকবে গার্ডরুম ও ইউনিয়ন রুম। ক্রাইম সিন যেমন ঘেরা রয়েছে তেমনই থাকবে। পুলিশও মোতায়েন থাকবে কলেজ চত্বরে। কলেজে ঢোকার ক্ষেত্রে পরিচয়পত্র বাধ্যতামূলক।

কলেজের গভর্নিং বডি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। দিন কয়েক আগে এই কলেজেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই নক্কারজনক ঘটনা ঘিরে এখনও তোলপাড় পরিস্থিতি রাজ্যে।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত

সোমবার থেকেই সাউথ ক্যালকাটা ল কলেজ খোলার চেষ্টা চলছে। পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে টেলিফোনিক বৈঠক কলেজের ভাইস প্রিন্সিপালের। শুক্রবার টেলিফোনিক বৈঠক করেন ভাইস প্রিন্সিপাল। বৈঠকে পরিচালন সমিতির একাধিক সদস্য ছিলেন। অফিস রুমও খোলা থাকবে। ফার্স্ট সেমিস্টারের কয়েকজন ফর্ম ফিল আপ করতে পারেনি। তাঁদেরও ফর্ম ফিল আপের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: কসবার ঘটনার সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন

শুক্রবার রাতের মধ্যেই কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইটে নোটিস দেবে। সাউথ কলকাতা ল কলেজের সরকার মনোনীত প্রতিনিধিকে সোমবার কলেজে যেতে বলা হয়েছে। কলেজের পরিচালন সমিতির সভাপতি অশোক দেবের সঙ্গেও কথা হয় ভাইস প্রিন্সিপালের।

আরও পড়ুন: কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোমবার থেকে খুলতে পারে সাউথ ক্যালকাটা ল’ কলেজ, আজ রাতেই নোটিশ

আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ দিন কয়েক আগে কলেজেরই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই নক্কারজনক ঘটনা ঘিরে এখনও তোলপাড় পরিস্থিতি রাজ্যে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কসবার ল’ কলেজ। সম্ভবত সোমবারই শুরু হতে পারে পঠনপাঠন। আলিপুর আদালতে এমনই জানালেন আইনজীবী। তবে বন্ধ থাকবে গার্ডরুম ও ইউনিয়ন রুম। ক্রাইম সিন যেমন ঘেরা রয়েছে তেমনই থাকবে। পুলিশও মোতায়েন থাকবে কলেজ চত্বরে। কলেজে ঢোকার ক্ষেত্রে পরিচয়পত্র বাধ্যতামূলক।

কলেজের গভর্নিং বডি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। দিন কয়েক আগে এই কলেজেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই নক্কারজনক ঘটনা ঘিরে এখনও তোলপাড় পরিস্থিতি রাজ্যে।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত

সোমবার থেকেই সাউথ ক্যালকাটা ল কলেজ খোলার চেষ্টা চলছে। পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে টেলিফোনিক বৈঠক কলেজের ভাইস প্রিন্সিপালের। শুক্রবার টেলিফোনিক বৈঠক করেন ভাইস প্রিন্সিপাল। বৈঠকে পরিচালন সমিতির একাধিক সদস্য ছিলেন। অফিস রুমও খোলা থাকবে। ফার্স্ট সেমিস্টারের কয়েকজন ফর্ম ফিল আপ করতে পারেনি। তাঁদেরও ফর্ম ফিল আপের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: কসবার ঘটনার সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন

শুক্রবার রাতের মধ্যেই কলেজ কর্তৃপক্ষ ওয়েবসাইটে নোটিস দেবে। সাউথ কলকাতা ল কলেজের সরকার মনোনীত প্রতিনিধিকে সোমবার কলেজে যেতে বলা হয়েছে। কলেজের পরিচালন সমিতির সভাপতি অশোক দেবের সঙ্গেও কথা হয় ভাইস প্রিন্সিপালের।

আরও পড়ুন: কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়