১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংবিধান বাঁচাতে দিদির পাশেই থাকবে সপা: অখিলেশ যাদব

পুবের কলম প্রতিবেদক: বিজেপি ও কংগ্রেসের নীতির বিরুদ্ধে লড়াই করছে সমাজবাদী পার্টি বা সপা। তবে দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য বাকিদলগুলির সঙ্গে সমঝোতা করতে তারা বাছ-বিচার করবে না। শুক্রবার কলকাতায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে দ্যর্থহীন ভাষাতেই একথা জানিয়ে দিলেন সপা’র সর্বভারতীয় সভাপতি অখিলেশ সিং যাদব। শুধু তাই নয়, তাঁর আরও মন্তব্য- আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ক্ষমতায় আসবে সপা। আর সেই লড়াইয়ের প্রেরণা দেবে ‘বাংলা’।

সমাজবাদী পার্টির তিনদিনের রাজ্য কর্মী সম্মেলন উপলক্ষে পশ্চিমবঙ্গে এসেছেন মুলায়মপুত্র অখিলেশ যাদব।

আরও পড়ুন: ভারত হিন্দু রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ: অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগীকে তোপ আলভির

শুক্রবার দুপুরে মৌলালী যুবকেন্দ্রে ছিল তার সূচনা অনুষ্ঠান। সেই ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর সঙ্গে এ দিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কিরণময় নন্দ  বিজয় সিং ভদোরিয়া প্রমুখ।

আরও পড়ুন: দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচন : নির্বাচনে সর্বপ্রথম ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এ দিন সমাজবাদী পার্টির কর্মীদের উদ্দেশ্যে অখিলেশ বলেন, আপনারা সংঘবদ্ধ হোন, আগামীতে শক্ত লড়াইয়ে নামতে হবে। তিনি তাঁর বক্তৃতায় বাংলার রাজনীতি, সমাজ, সাহিত্য ও মেধার  প্রশংসা করেন।

আরও পড়ুন: মহাকুম্ভে পদদলিত হওয়ার ঘটনায় যোগী সরকার মৃতের সংখ্যা গোপন করেছে: অখিলেশ যাদব

চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে রামকৃষ্ণ, মাদার টেরেসা থেকে নেতাজি-সহ নানান ব্যক্তিত্বের নাম উল্লেখ করেন।

অখিলেশের কথায়, স্বাধীনতা সংগ্রামে বাংলা যেমন দেশকে দিশা দেখিয়েছে তেমনি বিজেপিমুক্ত দেশ গড়তে পশ্চিমবঙ্গ হবে সপা’র প্রেরণা। এ ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের কাছে আইকন।

বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে তিনি সেলাম জানান বলেও উল্লেখ করেন অখিলেশ।

তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে মমতার লড়াই অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। তাই আমরা ‘মমতা দিদি’র পাশেই থাকব। সংবিধান ও গণতন্ত্র বাঁচাতে দিদির হাত শক্ত করতে তৃণমূলের পাশেই থাকবে সপা। তিনি আরও বলেন, রাহুল গান্ধির বক্তব্য নিয়ে যে বিতর্ক তৈরি করছে বিজেপি তা নিন্দনীয়।

বিজেপি নেতাদের উদ্দেশে আমি বলতে চাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী বিধানসভায় সমাজবাদ নিয়ে কী বক্তব্য রেখেছিলেন তা শুনে দেখুন, তারপর রাহুলের বিরোধিতা করবেন।

উত্তরপ্রদেশে আগামী বিধানসভা ও লোকসভা ভোটে কারও সঙ্গে জোট হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা কংগ্রেস ও বিজেপির নীতির বিরুদ্ধে সবাইকে আহ্বান

জানাব। আমাদের লক্ষ্য হবে দেশ থেকে বিজেপিকে মুখে ফেলা।

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে চাইবে সপা? অখিলেশের জবাব- সময় কথা বলবে, তবে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো হবে প্রধান কাজ।

সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংবিধান বাঁচাতে দিদির পাশেই থাকবে সপা: অখিলেশ যাদব

আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: বিজেপি ও কংগ্রেসের নীতির বিরুদ্ধে লড়াই করছে সমাজবাদী পার্টি বা সপা। তবে দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য বাকিদলগুলির সঙ্গে সমঝোতা করতে তারা বাছ-বিচার করবে না। শুক্রবার কলকাতায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে দ্যর্থহীন ভাষাতেই একথা জানিয়ে দিলেন সপা’র সর্বভারতীয় সভাপতি অখিলেশ সিং যাদব। শুধু তাই নয়, তাঁর আরও মন্তব্য- আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ক্ষমতায় আসবে সপা। আর সেই লড়াইয়ের প্রেরণা দেবে ‘বাংলা’।

সমাজবাদী পার্টির তিনদিনের রাজ্য কর্মী সম্মেলন উপলক্ষে পশ্চিমবঙ্গে এসেছেন মুলায়মপুত্র অখিলেশ যাদব।

আরও পড়ুন: ভারত হিন্দু রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ: অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগীকে তোপ আলভির

শুক্রবার দুপুরে মৌলালী যুবকেন্দ্রে ছিল তার সূচনা অনুষ্ঠান। সেই ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর সঙ্গে এ দিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কিরণময় নন্দ  বিজয় সিং ভদোরিয়া প্রমুখ।

আরও পড়ুন: দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচন : নির্বাচনে সর্বপ্রথম ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এ দিন সমাজবাদী পার্টির কর্মীদের উদ্দেশ্যে অখিলেশ বলেন, আপনারা সংঘবদ্ধ হোন, আগামীতে শক্ত লড়াইয়ে নামতে হবে। তিনি তাঁর বক্তৃতায় বাংলার রাজনীতি, সমাজ, সাহিত্য ও মেধার  প্রশংসা করেন।

আরও পড়ুন: মহাকুম্ভে পদদলিত হওয়ার ঘটনায় যোগী সরকার মৃতের সংখ্যা গোপন করেছে: অখিলেশ যাদব

চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে রামকৃষ্ণ, মাদার টেরেসা থেকে নেতাজি-সহ নানান ব্যক্তিত্বের নাম উল্লেখ করেন।

অখিলেশের কথায়, স্বাধীনতা সংগ্রামে বাংলা যেমন দেশকে দিশা দেখিয়েছে তেমনি বিজেপিমুক্ত দেশ গড়তে পশ্চিমবঙ্গ হবে সপা’র প্রেরণা। এ ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের কাছে আইকন।

বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে তিনি সেলাম জানান বলেও উল্লেখ করেন অখিলেশ।

তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে মমতার লড়াই অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। তাই আমরা ‘মমতা দিদি’র পাশেই থাকব। সংবিধান ও গণতন্ত্র বাঁচাতে দিদির হাত শক্ত করতে তৃণমূলের পাশেই থাকবে সপা। তিনি আরও বলেন, রাহুল গান্ধির বক্তব্য নিয়ে যে বিতর্ক তৈরি করছে বিজেপি তা নিন্দনীয়।

বিজেপি নেতাদের উদ্দেশে আমি বলতে চাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী বিধানসভায় সমাজবাদ নিয়ে কী বক্তব্য রেখেছিলেন তা শুনে দেখুন, তারপর রাহুলের বিরোধিতা করবেন।

উত্তরপ্রদেশে আগামী বিধানসভা ও লোকসভা ভোটে কারও সঙ্গে জোট হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা কংগ্রেস ও বিজেপির নীতির বিরুদ্ধে সবাইকে আহ্বান

জানাব। আমাদের লক্ষ্য হবে দেশ থেকে বিজেপিকে মুখে ফেলা।

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে চাইবে সপা? অখিলেশের জবাব- সময় কথা বলবে, তবে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো হবে প্রধান কাজ।