১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ইরান-ইসরায়েল সংঘাত থামিয়ে আলোচনায় ফেরার আহ্বান স্পেনের

চামেলি দাস
- আপডেট : ১৭ জুন ২০২৫, মঙ্গলবার
- / 153
পুবের কলম ওয়েবডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্পেনের বিদেশমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস। তিনি বলেছেন, পরিস্থিতির কোনো নিরসনের লক্ষণ এখনো দেখা যাচ্ছে না, বরং সংঘাত আরও জটিল হয়ে উঠছে।
ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্প্যানিশ বিদেশমন্ত্রী বলেন, “এই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ হোক। আসুন আমরা আবার পরমাণু ইস্যুতে আলোচনায় ফিরি।”
আলবারেস জোর দিয়ে বলেন, কূটনৈতিক আলোচনাই একমাত্র পথ যা এই সংঘাতকে প্রশমিত করতে পারে। তিনি আন্তর্জাতিক মহলকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান এবং বলেন, “মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।”