০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

২০২৩ এ বইমেলার ফোকাল থিম কান্ট্রি স্পেন!

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার
  • / 171

পুবের কলম প্রতিবেদক:­ এবছরের মতো শেষ হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ২০২৩ সালের কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি হচ্ছে স্পেন। রবিবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া।

কলকাতা বইমেলার টানে প্রতিবছর ভিন রাজ্যে থেকে কলকাতায় ছুটে আসেন বই প্রেমীরা। এমনকি এই সময় বিদেশিরাও আসেন কলকাতায়। কিন্তু করোনা পরিস্থিতি বিধিনিষেধ থাকায় অনেকেই আসতে পারবেন না। তাদের জন্য বিশেষ প্রযুক্তির সাহায্যে ২০২২ সালের কলকাতা বইমেলা সম্প্রচার করা হয় গিল্ডের ওয়েবসাইট এবং সমস্ত সোশ্যাল মিডিয়ায়। যাতে পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে যে কেউ বইমেলা দেখতে পাবেন। অনলাইনেও ছিল বই কেনার ব্যবস্থা।

আরও পড়ুন: চিনে ফের করোনার চোখরাঙানি, দ্রুত বাড়ছে সংক্রমণ!

 

আরও পড়ুন: প্রকাশিত হল সায়েদুর রহমানের গবেষনামূলক ইংরাজি প্রবন্ধ!

এদিন গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানান, ‘মানুষ পাগলের মতো বই কিনেছেন। তাঁরা যখন বইমেলায় হাতের কাছে দেখছেন এত বই স্বভাবতই সকলে খুশি। এবারের বইমেলায় শনিবার পর্যন্ত প্রায় ২০ কোটি টাকার বই বিক্রি হয়েছে।’ আগামীবছরে এই সাফল্য আরও ছাড়িয়ে যাবে বলে আশাবাদী তিনি।

আরও পড়ুন: গুগল বা ইন্টারনেট বইয়ের বিকল্প হতে পারে না: ইমরান

আগামী বছর বইমেলার ফোকাল থিম কান্ট্রি স্পেন। সে দেশের রাষ্ট্রদূত আপ্লুত হোসে মারিয়া বলেন, ‘কলকাতার সঙ্গে স্পেনের সুগভীর সম্পর্ক। সংস্কৃতি সাহিত্যই পারে সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে।’’ শেষবার ২০০৬ সালে ময়দানে বইমেলার ফোকাল থিম কান্ট্রি ছিল স্পেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২৩ এ বইমেলার ফোকাল থিম কান্ট্রি স্পেন!

আপডেট : ১৩ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক:­ এবছরের মতো শেষ হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ২০২৩ সালের কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি হচ্ছে স্পেন। রবিবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতে স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া।

কলকাতা বইমেলার টানে প্রতিবছর ভিন রাজ্যে থেকে কলকাতায় ছুটে আসেন বই প্রেমীরা। এমনকি এই সময় বিদেশিরাও আসেন কলকাতায়। কিন্তু করোনা পরিস্থিতি বিধিনিষেধ থাকায় অনেকেই আসতে পারবেন না। তাদের জন্য বিশেষ প্রযুক্তির সাহায্যে ২০২২ সালের কলকাতা বইমেলা সম্প্রচার করা হয় গিল্ডের ওয়েবসাইট এবং সমস্ত সোশ্যাল মিডিয়ায়। যাতে পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে যে কেউ বইমেলা দেখতে পাবেন। অনলাইনেও ছিল বই কেনার ব্যবস্থা।

আরও পড়ুন: চিনে ফের করোনার চোখরাঙানি, দ্রুত বাড়ছে সংক্রমণ!

 

আরও পড়ুন: প্রকাশিত হল সায়েদুর রহমানের গবেষনামূলক ইংরাজি প্রবন্ধ!

এদিন গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানান, ‘মানুষ পাগলের মতো বই কিনেছেন। তাঁরা যখন বইমেলায় হাতের কাছে দেখছেন এত বই স্বভাবতই সকলে খুশি। এবারের বইমেলায় শনিবার পর্যন্ত প্রায় ২০ কোটি টাকার বই বিক্রি হয়েছে।’ আগামীবছরে এই সাফল্য আরও ছাড়িয়ে যাবে বলে আশাবাদী তিনি।

আরও পড়ুন: গুগল বা ইন্টারনেট বইয়ের বিকল্প হতে পারে না: ইমরান

আগামী বছর বইমেলার ফোকাল থিম কান্ট্রি স্পেন। সে দেশের রাষ্ট্রদূত আপ্লুত হোসে মারিয়া বলেন, ‘কলকাতার সঙ্গে স্পেনের সুগভীর সম্পর্ক। সংস্কৃতি সাহিত্যই পারে সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে।’’ শেষবার ২০০৬ সালে ময়দানে বইমেলার ফোকাল থিম কান্ট্রি ছিল স্পেন।