পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: সুস্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে বিশেষ স্বাস্হ্য শিবির হল বসিরহাটের বাদুড়িয়া ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বেনা উপ স্বাস্থ্য কেন্দ্রে। বুধবার এই কেন্দ্রের শিবিরটি অনুষ্ঠিত হয় বেনাপূর্ব পাড়া প্রাথমিক বিদ্যালয়ে।সিএইচও উমা হালদার অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে স্বাস্থ্য সম্পর্কিত কিছু নিয়মাবলী জানিয়ে দেন। সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করা উচিত। স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। ৩০ বছরের বেশি বয়সী মানুষের পাঁচ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়। দিনে অন্তত কমপক্ষে ৩০ মিনিট হাঁটা উচিত এবং তামাক জাতীয় দ্রব্য বিড়ি সিগারেট খৈনি ও নেশা জাতীয় দ্রব্য মদ ইত্যাদি খাওয়া উচিত নয়। বেনা সুস্বাস্থ্য কেন্দ্রের এএনএম আজমিরা খাতুন গর্ভবতী মা ও শিশু প্রসবের পর থেকে ১৬ বছর পর্যন্ত শিশুদের সমস্ত রকম স্বাস্থ্য সম্পর্কিত টিকা ও করণীয় বিষয়গুলি বুঝিয়ে দেন। এদিনএই শিবিরে স্থানীয় আইসিডিএস কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী মধুমিতা মন্ডল, বেনা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সহশিক্ষক পূর্ণেন্দু রায় প্রমুখ ও উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের স্বাস্থ্য পরীক্ষা করে টেলি মেডিসিনের ব্যবস্থা করা হয়।
১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সুস্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে বিশেষ স্বাস্হ্য শিবির বাদুড়িয়ায়
-
ইমামা খাতুন - আপডেট : ২৩ নভেম্বর ২০২২, বুধবার
- 203
সর্বধিক পাঠিত





























