প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল গঠন করার সিদ্ধান্ত রাজ্যের
- আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 186
পুবের কলম প্রতিবেদক: প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বিধ্বস্ত হয়ে গিয়েছে উত্তরবঙ্গ। শিলিগুড়ি, দার্জিলিংয়ের সঙ্গে বিস্তীর্ণ এলাকা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সরকারের পক্ষ থেকে উদ্যোগী হয়ে পুনর্র্নিমাণের কাজ শুরু হয়েছে। এবার প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সরকারের পাশাপাশি যাতে সাধারণ মানুষও আর্থিক সাহায্যে এগিয়ে আসতে পারে তার ব্যবস্থাই করছে রাজ্য। এই ত্রাণ তহবিলে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পপতি কর্পোরেট সংস্থা সকলেই অর্থ সাহায্য করতে পারবেন।
প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় তৈরি হওয়া বিশেষ ত্রাণ তহবিলের মূল লক্ষ্য হল, ভবিষ্যতে বড় কোনও প্রাকৃতিক বিপর্যয় ঘটলে তার মোকাবিলায় ব্যবহার করা যাবে। সম্প্রতি উত্তরবঙ্গে হয়ে যা দুর্যোগে পরিস্থিতি মোকাবিলা করতে এগিয়ে এসেছে রাজ্য। সরকারের পক্ষ থেকেই সকলকে পরিস্থিতি সামলে ওঠার আশ্বাস দেওয়া হয়েছে। এই ত্রাণ তহবিলে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও ট্রান্সফার সংক্রান্ত নির্দেশিকা দিয়েছে রাজ্য। এরফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও বাণিজ্যিক সংস্থা অংশগ্রহণ করতে পারবে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করতে।
উত্তরবঙ্গের সাম্প্রতিক যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে বিপর্যস্ত হয়েছে বহু মানুষের জীবন। এই সময়ে সরকারি ত্রাণের পাশাপাশি সামাজিক উদ্যোগ ও মানুষের সহানুভূতি বড় শক্তি হয়ে দাঁড়ায়। করোনাকালে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল এমার্জেন্সি রিলিফ ফান্ড গঠন করেছিল। সেই সময়ে বহু মানুষ তাতে অর্থদান করেছিলেন। অর্থ দাতাদের আয়কর ছাড়ের সুবিধা ও দেওয়া হয়েছিল এবারও সেই সুযোগ রাখার চিন্তাভাবনা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন দুর্যোগের সময় মানুষের পাশে থাকতে হবে। সেই দৃষ্টিভঙ্গির কারণেই রাজ্যের নতুন প্রান্তভোগের উদ্যোগ।



























