০৯ নভেম্বর ২০২৫, রবিবার, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়শিপের ফাইনালে শ্রীকান্ত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, রবিবার
  • / 45

 

 

 

 

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়শিপের ফাইনালে শ্রীকান্ত

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতের প্রথম পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিশ্ব   ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস তৈরি করলেন কে শ্রীকান্ত। স্পেনে  চলতি টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে শ্রীকান্ত  রুদ্ধশ্বাস লড়াইয়ের পরে ১৭-২১– ২১-১৪– ২১-১৭ হারালেন স্বদেশীয় তরুণ লক্ষ্য সেনকে।

চনমনে লক্ষ্য প্রথম গেমের শুরুটা দুর্দান্ত ভাবে করেন। বিরতিতে যাওয়ার আগে এই  গেমটিতে ১১-৮ পয়েন্টে এগিয়ে ছিলেন লক্ষ্য। এই গেমটি জিতে লিড নিতে বিশেষ অসুবিধা হয়নি এই ভারতীয় তরুণের। এরপরেই অবশ্য প্রত্যাশিতভাবেই ঘুরে দাঁড়ান শ্রীকান্ত। এই গেমটিতেও ভালোভাবেই শুরু করেন লক্ষ্য। একসময় তিনি ৮-৪ এগিয়েও ছিলেন। এরপরেই ধীরে ধীরে ম্যাচে ফিরে আসেন শ্রীকান্ত। ১৬-১৪ এগিয়ে থাকা অবস্থায় পরপর পাঁচ পয়েন্ট তুলে ২১-১৪ গেমটি জিতে ম্যাচে সমতা ফেরান শ্রীকান্ত।

 

তৃতীয় তথা নির্ণায়ক গেমটিতে তীব্র লড়াই  হয়। সেখানে  কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েননি। লড়াই হয়েছে অন্তিম মুহুর্ত  পর্যন্ত। তবে এই সময় কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল  লক্ষ্যকে।  এই গেমটিতে একটা সময় স্কোর  ছিল ১৫-১৫। এরপরেই অভিজ্ঞতার জোরেই ম্যাচ বের  করে নেন শ্রীকান্ত। গেমটি শেষ হয় ২১-১৭।

ভারতের প্রথম পুরুষ হিসবে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন  শ্রীকান্ত। ফাইনালে তিনি মুখোমুখি  হবেন ডেনমার্কের অ্যান্ডারস অ্যানটনসন অথবা সিঙ্গাপুরের লো কিন উইয়ের বিরুদ্ধে। সেমিতে ওঠার সুবাদে ব্রোঞ্জ জিতলেন লক্ষ্য।  এদিন হেরে  গেলেও তাঁর লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়শিপের ফাইনালে শ্রীকান্ত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, রবিবার

 

 

 

 

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়শিপের ফাইনালে শ্রীকান্ত

 

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতের প্রথম পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিশ্ব   ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে ইতিহাস তৈরি করলেন কে শ্রীকান্ত। স্পেনে  চলতি টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে শ্রীকান্ত  রুদ্ধশ্বাস লড়াইয়ের পরে ১৭-২১– ২১-১৪– ২১-১৭ হারালেন স্বদেশীয় তরুণ লক্ষ্য সেনকে।

চনমনে লক্ষ্য প্রথম গেমের শুরুটা দুর্দান্ত ভাবে করেন। বিরতিতে যাওয়ার আগে এই  গেমটিতে ১১-৮ পয়েন্টে এগিয়ে ছিলেন লক্ষ্য। এই গেমটি জিতে লিড নিতে বিশেষ অসুবিধা হয়নি এই ভারতীয় তরুণের। এরপরেই অবশ্য প্রত্যাশিতভাবেই ঘুরে দাঁড়ান শ্রীকান্ত। এই গেমটিতেও ভালোভাবেই শুরু করেন লক্ষ্য। একসময় তিনি ৮-৪ এগিয়েও ছিলেন। এরপরেই ধীরে ধীরে ম্যাচে ফিরে আসেন শ্রীকান্ত। ১৬-১৪ এগিয়ে থাকা অবস্থায় পরপর পাঁচ পয়েন্ট তুলে ২১-১৪ গেমটি জিতে ম্যাচে সমতা ফেরান শ্রীকান্ত।

 

তৃতীয় তথা নির্ণায়ক গেমটিতে তীব্র লড়াই  হয়। সেখানে  কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েননি। লড়াই হয়েছে অন্তিম মুহুর্ত  পর্যন্ত। তবে এই সময় কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল  লক্ষ্যকে।  এই গেমটিতে একটা সময় স্কোর  ছিল ১৫-১৫। এরপরেই অভিজ্ঞতার জোরেই ম্যাচ বের  করে নেন শ্রীকান্ত। গেমটি শেষ হয় ২১-১৭।

ভারতের প্রথম পুরুষ হিসবে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবেন  শ্রীকান্ত। ফাইনালে তিনি মুখোমুখি  হবেন ডেনমার্কের অ্যান্ডারস অ্যানটনসন অথবা সিঙ্গাপুরের লো কিন উইয়ের বিরুদ্ধে। সেমিতে ওঠার সুবাদে ব্রোঞ্জ জিতলেন লক্ষ্য।  এদিন হেরে  গেলেও তাঁর লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।