সুপ্রিম নির্দেশ মেনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসি-র

- আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার
- / 249
পুবের কলম ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষা, প্যানেল প্রকাশ ও কাউন্সিলিং সহ বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে শিক্ষক নিয়োগে নয়া বিধি প্রকাশের পর এবার চাকরির দিনক্ষণ এবং আবেদনের প্রক্রিয়া জানিয়ে শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। বলা হয়েছে, আগামী ১৬ জুন বিকেল ৫টা থেকে ১৪ জুলাই বিকেলের মধ্যে আবেদন করতে হবে। পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। ওবিসি, এসসি, এসটি ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সে ছাড় রয়েছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ২০১৬ সালের এসএসসি প্যানেলের চাকরিহারাদের মধ্যে যাঁদের বয়সসীমা পেরিয়ে গিয়েছে, তাঁদের জন্যও বয়সে ছাড় দেওয়া হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা হবে, অক্টোবরের চতুর্থ সপ্তাহকে সম্ভাব্য ফল প্রকাশের সময় বলে বেছে নেওয়া হয়েছে। নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। ২৪ নভেম্বর ফাইনাল প্যানেল প্রকাশ এবং ২৯ নভেম্বর থেকে কাউন্সিলিং শুরু হবে।
২০২৫ সালের ১ জানুয়ারির হিসাবে ৪০ বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। এ ছাড়া, তপশিলি জাতি, জনজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
২০১৬ সালের এসএসসির প্যানেল বাতিল করার পর নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। ৩১ মে-এর মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা চূড়ান্ত করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আদালতের নির্দেশ মেনেই ৩০ মে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হবে।
এসএসসি’র আবেদন সংক্রান্ত তথ্য:
আবেদন গ্রহণ: ১৬ জুন ২০২৫, বিকেল ৫টা থেকে
শেষ তারিখ: ১৪ জুলাই ২০২৫, বিকেল ৫টা
ফি জমা দেওয়ার শেষ সময়: ১৪ জুলাই, রাত ১১:৫৯
লিখিত পরীক্ষা ও পরবর্তী ধাপ:
পরীক্ষা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ
ফল প্রকাশ: অক্টোবরের চতুর্থ সপ্তাহ
ইন্টারভিউ সম্ভাব্য সময়কাল: নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ
ফাইনাল প্যানেল প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫
কাউন্সেলিং শুরু: ২৯ নভেম্বর ২০২৫
বয়সসীমা ও ছাড়: সাধারণ প্রার্থীদের জন্য বয়স: ২১ থেকে ৪০ বছর
ওবিসি, এসসি, এসটি ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য রয়েছে বয়সে ছাড়।
চাকরিহারাদের বয়সসীমা পেরিয়ে গেলেও বয়সে ছাড়।