১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
দীপাবলিতে সেজে উঠেছে এসএসকেএমের হস্টেল
রফিকুল হাসান
- আপডেট : ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
- / 58
সেখ কুতুবউদ্দিন: দীপাবলিতে আলোর রোশনাই সেজে উঠেছে কলকাতার এসএসকেএম হাসপাতালের নিউ এমবিবিএস বয়েজ হস্টেল। ডাক্তারী পড়ুয়াদের উদ্যোগে এভাবেই সেজে উঠেছে হস্টেল বিল্ডিং।

ডাক্তারী পড়ুয়াদের পক্ষে রণজিৎ সাহা বলেন, আমরা দীপাবলির আনন্দ ভাগ করে নিতে হস্টেলের সমস্ত পড়ুয়াদের উদ্যোগে গোটা হস্টেল বিল্ডিংটি রংবেরংয়ের আলোকে সাজিয়ে তুলেছি। ডাক্তারী পড়ুয়ারা চান আগামীদিনে এভাবেই রোগী-পরিবারকে পরিষেবা দিয়ে আলোকিত করতে। পড়ুয়া ও চিকিৎসকরা দীপাবলিতে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।